বাঁকড়া বাদামতলা গার্লস হাইস্কুল এলাকার ভোট কেন্দ্রের লম্বা লাইন

Published By: Khabar India Online | Published On:

সত্যজিৎ চক্রবর্তী, খবরইন্ডিয়াঅনলাইন, হাওড়াঃ   বাঁকড়া বাদামতলা গার্লস হাইস্কুল এলাকার ভোট কেন্দ্রের লম্বা লাইন।

এখানে কয়েকজন বৃদ্ধ ও বৃদ্ধাদের দেখা গেল। উত্তর হওড়ার কয়েকটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটা মুটি ভালো ভোট পড়েছে।

আরও পড়ুন -  আজ মহা অষ্টমী

বালিতে একটি বুথে ই ভি এম মেসিন খারাপ হয়ে ছিল, কিন্তু খুব তৎপরতায় ঠিক করে আবার ভোট গ্রহণ হয়। এদিকে তৃণমূল ছেড়ে, বিজেপিতে যোগ দেওয়া রাজীব ব্যানার্জী বলেন, কম করে ৪০ হাজার ভোটে তিনি জিতবে এবং আশা রাখেন ক্ষমতায় বিজেপি আসছে।

আরও পড়ুন -  ভাগ্নিকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায়, মামাকে ছুরির কোপ, অভিযুক্ত আটক

অপরদিকে এবারে প্রথম দাঁড়াল দ্বীপসীতা ঘোষ তিনিও জয়ী হবার সম্ভাবনা দেখছে।