চড়ক পূজার প্রস্তুতি নিয়ে রাস্তায় সঙ সেজে অর্থ সংগ্রহ

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ    চৈত্র মাসে চড়ক পূজার প্রস্তুতি নিয়ে রাস্তায় সঙ সেজে অর্থ সংগ্রহ শুরু করেছেন বিভিন্ন এলাকার পুজো কমিটির সদস্যরা। একসঙ্গে চড়ক পূজায় অষ্টগানের পালা অনুষ্ঠিত করা উপলক্ষেও শিশুদের দেবদেবী সাজিয়ে রাস্তায় নাচ গানের মাধ্যমে প্রচার এবং অর্থ সংগ্রহ করছেন সংশ্লিষ্ট এলাকার চড়ক পূজা কমিটির সদস্যরা।

আরও পড়ুন -  Wedding Bride: কনে বিয়ের আগে কি ভাবে প্রস্তুতি নিবেন?

আগামী ১৪ এপ্রিল চড়ক পূজা অনুষ্ঠিত হবে। তার আগেই পুরাতন মালদা শহরের বিভিন্ন এলাকায় রাস্তায় চড়ক পূজা উপলক্ষে বিভিন্ন দেবদেবীর সাজে নাচ-গান করেই অর্থ সংগ্রহতে উদ্যোগী হয়েছে মঙ্গলবার তাতিপাড়া চড়ক পূজা কমিটির সদস্যরা। পাশাপাশি পাকুয়াহাট এলাকা থেকেও এদিন পুরাতন মালদা শহরে অষ্টগান অনুষ্ঠিত করার জন্য শিশুদের দেবদেবী সাজিয়ে অর্থ সাহায্যের জন্য পুরাতন মালদার বিভিন্ন এলাকায় ঘুরছেন পাকুয়াহাট এলাকার চরক পূজা কমিটির সদস্যরা।

আরও পড়ুন -  German Chancellor: জার্মান চ্যান্সেলর বিতর্কিত চীন সফরে, সমালোচনার সম্মুখীন হওয়া সত্ত্বেও