টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ মঞ্চ আছে, মঞ্চে উপস্থিত প্রার্থীও আছে। উপস্থিত নেই মিম প্রধান আসাউদ্দিন ওয়েসি। শুক্রবার বিকালে এমন চিত্র দেখা গেল আসানসোলের রিলায়েন্স মাঠ সংলগ্ন এলাকায়। আসানসোল উত্তর বিধানসভায় মিমের পক্ষ থেকে প্রার্থী দিয়েছেন আসাউদ্দিন দল। মিম প্রার্থী দানিশ আজিজ এর সর্মথনে শুক্রবার বিকালে সভা করার কথা ছিল আসাউদ্দিন।
আরও পড়ুন - Husband Extramarital Affair: স্বামীর পরকীয়া হাতেনাতে ধরলেন স্ত্রী, তারপর যা কান্ড ঘটল...
সেই মত সভামঞ্চ করা হয়েছিল। সভার অনুমতি নেওয়া হয়েছিল। সভা ৩টে ৩০শে শুরু হওয়ার কথা ছিল। তার কিছুক্ষণের মধ্যেই প্রার্থী দানিশ আজিজ মঞ্চে এসে ঘোষণা করেন, বিশেষ কিছু কারণে আসাউদ্দিন এখানে আসতে পারছেন না। তবে আগামী কয়েক দিনের মধ্যে এখানে আবার সভার আয়োজন করা হবে। প্রার্থী ড্যানিস আজিজ বলেন, রাজনৈতিক চক্রান্ত কারণের জন্য মনে হয় আসে নি।