শ্রী গুরু তেগ বাহাদুরজি-র ৪০০তম প্রকাশ পর্ব উদযাপনের প্রধানমন্ত্রী বৈঠকে পৌরহিত্য করবেন

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ   প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল বেলা ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে শ্রী গুরু তেগ বাহাদুরজি-র ৪০০তম প্রকাশ পর্ব (জন্ম বার্ষিকী) উদযাপনের জন্য এক উচ্চস্তরীয় কমিটির বৈঠকে পৌরহিত্য করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহ বৈঠকে উপস্থিত থাকবেন। গুরু তেগ বাহাদুরজি-র প্রকাশ পর্ব উদযাপনের জন্য সারা বছর ব্যাপি বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের কর্মপরিকল্পনা নিয়ে বৈঠকে আলোচনা হবে।

আরও পড়ুন -  বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস

উচ্চস্তরীয় কমিটি সম্পর্কে

শ্রী গুরু তেগ বাহাদুর জি-র ৪০০তম প্রকাশ পর্ব (জন্ম বার্ষিকী) উদযাপনের কর্মপরিকল্পনা ও অনুষ্ঠান সম্পর্কিত বিভিন্ন বিষয়ে নৈতিক অনুমোদনের জন্য কেন্দ্রীয় সরকার গত বছর ২৪ অক্টোবর এই কমিটি গঠন করে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গঠিত এই কমিটির সদস্য সংখ্যা ৭০। সূত্র – পিআইবি।

আরও পড়ুন -  Madonna: ইনস্টাগ্রাম ব্লক করলো, পপ তারকা ম্যাডোনাকে !