ভেঙে পড়ল ১ লক্ষ ৭৫ হাজার গ্যালনের জলের ট্যাঙ্ক

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ    ভেঙে পড়ল ১ লক্ষ ৭৫ হাজার গ্যালনের জলের ট্যাঙ্ক। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে চিচুড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আর.এন কোলোনি সংলগ্ন এলাকায়। গতকাল রাত্রে ঘটনাটি ঘটে। ঘটনায় কোন প্রাণহানির ঘটনা ঘটেনি বলে দাবি স্থানীয়দের।

আরও পড়ুন -  কনকনে ঠান্ডায় দুঃস্থদের দেওয়া হলো শীতবস্ত্র

চিচুড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান বিশ্বনাথ সাঙ্গুই জানান, বাম আমলে এই জল ট্যাঙ্কের সাহায্যে জল সরবরাহ করা হত প্রত্যন্ত এলাকায়। বিগত ১৫ বছরের বেশি এই জলের ট্যাঙ্ক থেকে জল সরবরাহ বন্ধ ছিল।গত পরশুদিন থেকে এই ট্যাংকে জল ভরার কাজ চলছিল। গতকাল রাত্রে ১টা ৩০ মিনিট নাগাদ এই জলের ট্যাঙ্ক সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। এই ঘটনার জন্য বাম সরকারকেই দায়ী করেছেন তিনি।

আরও পড়ুন -  এই গরমে আমের উপকারিতা কি?

স্থানীয় বাসিন্দাদের দাবি, এই জলের ট্যাঙ্ক চালু হলে এলাকায় জলের সমস্যা মিটে যাওয়ার কথা ছিল। জলের ট্যাঙ্ক ভেঙে যাওয়ায় কার্যত হতাশ তাঁরা।আসানসোল জামুড়িয়ার ঘটনা।