খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ হুগলির গোঘাটে বিজেপি সমর্থকের মাকে পিটিয়ে মারার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে, নির্বাচন কমিশন জানিয়েছেন। বারুইপুর পূর্বে আক্রান্ত বিজেপি নেতা। ক্যানিং পূর্বে বোমাবাজির অভিযোগ তৃণমূল প্রার্থী শওকত মোল্লার। আইএসএফের তরফে অভিযোগ অস্বীকার করা হচ্ছে। সাতগাছিয়ার নোদাখালির ২০৫ নম্বর বুথের সামনে বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বারুইপুর তৃণমূল প্রার্থীর নাম লেখা নকল ইভিএম দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হতেই ক্যানিংয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ল তৃণমূল–আইএসএফ সমর্থকরা। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী। তৃণমূল নেতার বাড়িতে মিলল ইভিএম–ভিভিপ্যাট, সাসপেন্ড অভিযুক্ত সেক্টর অফিসার। তৃণমূল নেতার বাড়ি ঘিরে বিক্ষোভ শুরু করে গ্রামবাসীরা।
All allegations (by BJP) are false. When a party weakens, it gives baseless statements. It is they who facilitate hooliganism, they bring money & people from outside. Whatever they say is a lie. Voters in South 24 Parganas is with TMC & Mamata Banerjee: Saokat Molla, TMC MLA pic.twitter.com/L6pVUFGIIk
— ANI (@ANI) April 6, 2021
বিজেপি ও আইএসএফের এজেন্টকে বুথে বসতে বাধা তৃণমূলের। জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের কেশবপুর মল্লিকপাড়ার ১৮১ নম্বর বুথে উত্তেজনা।