২২ জওয়ান শহিদ হল

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   ২২ জওয়ান শহিদ হয়ে গিয়েছেন। আর মাওবাদীরা বিজাপুরের জঙ্গলে যেভাবে লড়ল এবং যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে মনে করা হচ্ছে হিদমার তথ্য দিয়ে ফাঁদে ফেলা হল জওয়ানদের।

হিদমার মাথার দাম ২৫ লক্ষ টাকা। তাঁকে ধরতে গিয়েই কার্যত মাওবাদীদের পাতা ফাঁদে পড়তে হল জওয়ানদের। জওয়ানরা পৌঁছানোর আগেই মাওবাদীদের বড় একটি দল ওঁত পেতে বসেছিল এবং দীর্ঘ লড়াইয়ের প্রস্তুতি নিয়ে এসেছিল তারা।

আরও পড়ুন -  Royal Enfield Hunter 350: রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০, ২৫,০০০ টাকা পর্যন্ত ছাড়ের সুযোগ

তারা সেই লড়াই খুব কাছ থেকে চালানোর প্রশিক্ষণ এবং প্রস্তুতি নিয়ে রেখেছিল। ছত্তিশগড়ের (Chhattisgarh) বিজাপুরে লুকিয়ে রয়েছেন মাওবাদী (Maoist) শীর্ষ নেত্রী মাধবী হিদমা। সেই তথ্যের ভিত্তিতে অভিযানে নামে নিরাপত্তা বাহিনী। ছবি – গুগল।

আরও পড়ুন -  NATO Warns Ukraine: ন্যাটো ইউক্রেনকে সতর্ক করল, শীত আসছে