সিমেন্ট বোঝাই লরি হাইজ্যাক হওয়ার ঘটনায় তিন দিনের মধ্যে কিনারা করলো পুলিশ

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ
পুরাতন মালদায় সিমেন্ট বোঝাই লরি হাইজ্যাক হওয়ার ঘটনায় তিন দিনের মধ্যে কিনারা করলো পুলিশ। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি উদ্ধার হয়েছে লরি বোঝাইয়ের কিছু সিমেন্ট। তবে ঘটনার মূল পাণ্ডাদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। পুরাতন মালদা থানার অন্তর্গত মঙ্গলবাড়ী ফাঁড়ির ওসি হারাধন দেব এবং এএসআই মধুসূদন ভট্টাচার্যের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়েছিল। আর সেই টিমের গভীর তদন্ত এবং অভিযানে সিমেন্ট বোঝাই লরি উদ্ধারে সাফল্য আসে।

আরও পড়ুন -  উত্তরপ্রদেশ ও কেরল থেকে বিধান পরিষদের উপনির্বাচন

মঙ্গলবাড়ী পুলিশ ফাঁড়ির কর্তাদের এই সাফল্যের ঘটনায় সাধুবাদ জানিয়েছে মালদা জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া।
এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম ক্ষুদিরাম প্রামানিক (৫৬), মদন প্রামানিক (৪৫) এবং অলোক সরকার (৪৭)। এদের বাড়ি বৈষ্ণবনগর থানার লক্ষীপুর এলাকায়।

আরও পড়ুন -  Hanging Body: ঝুলন্ত মৃতদেহ উদ্ধার লজ মালিকের