বেঙ্গালুরু থেকে এসে তনুশ্রী দাঁ কলকাতার মডেল জগতে এক নামকরা নক্ষত্র

Published By: Khabar India Online | Published On:

সৌমিত্র মৌলিক, খবরইন্ডিয়াঅনলাইন, কলকাতাঃ   বেঙ্গালুরু থেকে এসে তনুশ্রী দাঁ বর্তমানে কলকাতার মডেল জগতে এক নামকরা নক্ষত্র। খুব ছোটবেলা থেকে ওর এই ফিল্ড আসার ইচ্ছা ছিল।

সেইটা বাস্তবে পরিণত হয়েছে।

আরও পড়ুন -  Mini Vande Bharat: হাওয়ার গতিতে ছুটবে হাওড়া থেকে বারাণসী, কি জানালেন রেল কর্তৃপক্ষ?


এরপর আবার কলকাতায় ফিরে আসে। তারপর থেকে শর্ট ফিল্ম ও টিভি সিরিয়াল কাজ করতে শুরু করে।

প্রথম লক্ষ্য ছিল মডেল জগতে নামকরা। সেইটা ও করে ফেলেছে। এখন হাতে সময় নেই তার।

আরও পড়ুন -  ইংরেজি নববর্ষ-২০২২ সালকে ঘিরে পার্ক স্ট্রিট

কারণ পরপর চারিদিক থেকে ডাক আসছে। বলতে গেলে কলকাতার মডেল জগতে প্রথম সারির একজন হল তনুশ্রী, তাঁর বিচরণ সর্বত্র। কি রাম্প, কি অ্যাড প্রভৃতি জায়গায়।

আরও পড়ুন -  Sealdah Metro: শিয়ালদহ মেট্রোর উদ্বোধন হতে পারে সোমবারই, চলছে জোর প্রস্তুতি