সিবিআই-এর তদন্ত করার সুবিধা প্রত্যাহার করেছে যেসব রাজ্য

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ    ১৯৪৬ সালের দিল্লী স্পেশাল পুলিশ এসট্যাবলিশমেন্ট আইনের ষষ্ঠ ধারায় সাধারণ অনুমতি যেসব রাজ্যগুলি প্রত্যাহার করে নিয়েছে সেগুলি হল-

২০১৫ সালের ১৭ জুলাই থেকে মিজোরাম, ২০১৮ সালের ১৬ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গ, ২০১৯এর ১০ জানুয়ারি থেকে ছত্তিশগড় এবং ২০২০র ১৯ জুলাই রাজস্থান, ২১ অক্টোবর মহারাষ্ট্র, চৌঠা নভেম্বর কেরালা, ৫ নভেম্বর ঝাড়খন্ড ও ৬ নভেম্বর পাঞ্জাব।

আরও পড়ুন -  বিরাট কোহলি ও পত্নী অনুষ্কা শর্মা, মহাকালের দরবারে পৌঁছলেন

রাজ্য সরকারের থেকে অনুমতি সাপেক্ষে স্থানীয় পুলিশের দায়ের করা এফআইআর-এর ভিত্তিতে সিবিআই তদন্ত করতে পারে। কেন্দ্র সিবিআই আধিকারিকদের সংশ্লিষ্ট রাজ্যে তদন্ত করার অনুমতি দিয়েছে। এছাড়াও সাংবিধানিক আদালতের নির্দেশ মেনে আরও তদন্ত করা যেতে পারে।

আরও পড়ুন -  "কাঁচা আমের শরবতের স্বাস্থ্য উপকারিতা"

২০১৬-২০র মধ্যে সিবিআই ৪২ জন জন-প্রতিনিধির বিরুদ্ধে তল্লাশী অভিযান চালিয়েছে।

উত্তর পূর্বাঞ্চলের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত এবং প্রধানমন্ত্রীর দপ্তর, কর্মী, জনঅভিযোগ, পেনশন, আণবিক শক্তি, মহাকাশ দপ্তরের প্রতিমন্ত্রী ডঃ জীতেন্দ্র সিং আজ লোকসভায় এক লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন -  অভিনেত্রী রিধীমা তিওয়ারি সীমা লংঘন করলেন সাহসিকতার, ঘামাতে শুরু করবেন এমন দৃশ্যে, Trailer দেখুন