তৃণমূল কংগ্রেস প্রার্থী মৃত্যুঞ্জয় মুর্মুর সমর্থনে প্রার্থীর সাথে সারেঙ্গা ব্লকের রোড শোতে অংশ নিলেন দেবাংশু

Published By: Khabar India Online | Published On:

সাধন মণ্ডল, খবরইন্ডিয়াঅনলাইন, বাঁকুড়াঃ  রাইপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী মৃত্যুঞ্জয় মুর্মুর সমর্থনে প্রার্থীর সাথে সারেঙ্গা ব্লকের রোড শোতে অংশ নিলেন দেবাংশু। তিনি সারেঙ্গা ব্লকের গোয়ালডাঙ্গা, পারগাড়া, পি. মোড়, চুয়াগাড়া, মৌকুড়া, জামবনি এবং সারেশকোল প্রভৃতি গ্রাম ঘুরেন প্রার্থীকে সাথে নিয়ে।

আরও পড়ুন -  DA Hike Bengal: DA বৃদ্ধি ঘোষণা রাজ্য সরকারের সরকারি কর্মীদের, বাড়ছে মহার্ঘ ভাতা, কত শতাংশ?

প্রার্থীর সাথে ছিলেন বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি রাজকুমার সিংহ, রায়পুর ব্লক যুব সভাপতি সঞ্জয় মন্ডল, সারেঙ্গা ব্লক যুব সভাপতি কৃষ্ণেন্দু মাহাতো, বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদকমণ্ডলীর সদস্য তারাশঙ্কর মহাপাত্র, সারেঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত মিশ্র ও তৃণমূল নেতা গৌতম মন্ডল সহ বিশিষ্টজনেরা। এছাড়া প্রায় চারশো টি মোটরসাইকেল এবং কুড়িটি টোটো গাড়ি রোড শোতে অংশগ্রহণ করে। রোড শো কে কেন্দ্র করে এলাকায় উন্মাদনা লক্ষ্য করা যায়।

আরও পড়ুন -  ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সেলস এন্ড রিপেজেনটিভ সংগঠন এর আগামী ২৬ শে নভেম্বর দেশজুড়ে সাধারণ ধর্মঘটকে