সাপের কামড়ে মৃত্যু হলো এক দিনমজুরের

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ    বিষধর সাপের কামড়ে মৃত্যু হলো এক দিনমজুরের। ঘটনাটি ঘটেছে মালদা জেলার মানিকচক থানার ধরমপুর বাঁধ এলাকায়। মৃত দিনমজুরের নাম সুজন মন্ডল বয়স(২৩) বছর। বাড়ি মানিকচক থানা ধরমপুর বাঁধ এলাকায়।

আরও পড়ুন -  Aam Aadmi Party: এবার পাখির চোখ পশ্চিমবাংলায়, আম আদমি পার্টি

পরিবারে রয়েছে বাবা ছেদন মন্ডল এবং মা মদনাবতী মন্ডল। পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে প্রত্যেক দিনের মতোই বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে অন্যের জমিতে দিনমজুরের কাজ করতে যায়। কাজ করার সময় একটি বিষধর চন্দ্রবোড়া সাপ তার ডান পায়ে কামড় মারে। এরপর স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।

আরও পড়ুন -  Mikhail Gorbachev: সোভিয়েত ইউনিয়নের শেষ প্রেসিডেন্ট গর্বাচভ চলে গেলেন

সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরাও স্থানান্তর করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসা চলাকালীন আজ ভোর রাতে মৃত্যু হয় ওই দিনমজুরের। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এদিকে মৃতের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। মৃত্যুর পরে শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা গ্রামে।

আরও পড়ুন -  Madhumita Sarcar: রাজকুমারী হয়েছেন মধুমিতা, দুর্গা পুজোতে