আসানসোল উত্তরে আই এস এফ এর প্রার্থীকে মানছি নাঃ প্রেসিডেন্ট সাহ আলম

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ  আসানসোল ২৮১ নম্বর বিধানসভা, আসানসোল উত্তরে আই এস এফ এর প্রার্থীকে মানছি না। আমরা জাতীয় কংগ্রেস আলাদা প্রার্থী হিসেবে মুনিরবেগ কে নমিনেশন জমা দেওয়াব। একথা জানালেন আসানসোল সাউথ ব্লক কংগ্রেসের প্রেসিডেন্ট সাহ আলম। বুধবার এক সাংবাদিক বৈঠকে একথা বলেন তিনি।

আরও পড়ুন -  Koneenica Banerjee: হতে চান গোল্ড মেডেলিস্ট, আবার কলেজের পথে পা বাড়ালেন কনীনিকা

এদিন আসানসোল সাউথ ব্লক কংগ্রেসর পক্ষ থেকে জানানো হয়, আই এস এফ এর সাথে বামফ্রন্টের জোট হয়েছে। আমরা এখানে আই এস এফের প্রার্থী কে মানছি না। আসানসোল উত্তর বিধানসভা এলাকায় কংগ্রেস নেতা মির্জা রোশন জাহান বেগ কে প্রার্থী দাঁড় করানোর কথা জানিয়েছেন।

আরও পড়ুন -  Viral Video: মহিলা IAS অফিসার, তুমুল নাচলেন হিন্দি গানে, ইন্টারনেটে প্রশংসার ঝড়