খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ টেলিফোনে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মিঃ গোটাবায়া রাজাপাকসার সাথে কথা বলেছেন।
উভয় নেতা বিভিন্ন বিষয়ের পর্যালোচনা করেছেন এবং দুই দেশের মধ্যে সহযোগিতার দিকগুলি আলোচনা করার পাশাপাশি দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিভিন্ন সংগঠনের দুটি দেশ যাতে একযোগে কাজ করা অব্যাহত রাখে সেই বিষয়ে মতবিনিময় করেছেন। কোভিড-১৯ মহামারীর ফলে উদ্ভুত সমস্যা সহ বিভিন্ন বিষয়ে আধিকারিকদের মধ্যে নিয়মিত যোগাযোগ বজায় রাখার বিষয়ে তাঁরা সম্মত হয়েছেন।
প্রধানমন্ত্রী ভারতের ‘প্রতিবেশী প্রথম’ নীতিতে শ্রীলঙ্কার গুরুত্বের কথা মিঃ রাজাপাকসেকে জানিয়েছেন। সূত্র – পিআইবি।