মেরা রেশন মোবাইল অ্যাপের আজ সূচনা হয়েছে

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ    ভারত সরকারের পক্ষ থেকে ‘এক জাতি এক রেশন কার্ড’ প্রকল্পে আজ মেরা রেশন মোবাইল অ্যাপ-এর সূচনা করা হয়েছে। কেন্দ্রীয় খাদ্য এবং গণবণ্টন বিভাগের সচিব শ্রী সুধাংশু পান্ডে আজ নতুন দিল্লিতে এই অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

আরও পড়ুন -  পর্যটক মন্ত্রক ভারত সরকার, যুবকদের সাথে যুক্ত হওয়ার প্রয়াসে আই লিডের সাথে গাঁটছড়া বেঁধেছে

এই অ্যাপটি রেশন গ্রাহকদের প্রভূত সহায়তা করবে।

এই উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে শ্রী পান্ডে জানান, প্রাথমিকভাবে চারটি রাজ্যে ২০১৯-এর আগস্টে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। এরপর খুব স্বল্প সময়ের মধ্যে ৩২টি রাজ্যে ২০২০-র ডিসেম্বরের মধ্যে করা হয়। বাকি চারটি রাজ্য আসাম, ছত্রিশগড়, দিল্লি এবং পশ্চিমবঙ্গে আশা করা যায় যে, আগামী কয়েক মাসের মধ্যে তা শুরু করা যাবে। বর্তমানে এই প্রকল্পের আওতায় ৬৯ কোটি রেশন গ্রাহককে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন -  ভারত সরকার বিপর্যয় ব্যবস্থাপনা ক্ষেত্রে উৎকর্ষের জন্য'সুভাষ চন্দ্র বোস আপদা প্রবন্ধন পুরস্কার'এর জন্য মনোনয়নের আমন্ত্রণ জানিয়েছে

এক জাতি এক রেশন কার্ড জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় আনা হয়েছে। যেখানে রেশন গ্রাহকরা বিশেষ করে পরিযায়ী গ্রাহকরা দেশের সর্বত্র ন্যায্য মূল্যের রেশন দোকান থেকে খাদ্য শস্য সংগ্রহ করতে পারবেন।

আরও পড়ুন -  বড় আপডেট EPFO পেনশন স্কিমের বিষয়ে, সময়সীমা 31 মে পর্যন্ত বাড়ানো হয়েছে