আসানসোল জামুরিয়া সি পি আই এম প্রার্থী ঐশী ঘোষ প্রচার শুরু করবেন

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ
আসানসোল জামুরিয়া সি পি আই এম প্রার্থী ঐশী ঘোষ, প্রার্থী হওয়ার পরে এই প্রথম বার জামুড়িয়া দলীয় কর্মীদের সাথে দেখা করতে আসেন। আগামীদিন কবে থেকে প্রচার হবে সেই বিষয় আলোচনা করা হয়। আগামী কয়দিনের মধ্যে জোরকদমে প্রচার শুরু হতে চলছে জামুড়িয়া অঞ্চলে সি পি আই এম এর।

আরও পড়ুন -  আসানসোল দক্ষিণ বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ প্রচারে

জামুড়িয়া এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ঐশী ঘোষ বলেন, এতদিন ক্যাম্পাসের ভেতরে ছাত্রদের নিয়ে মানুষের কথা বলতাম। সেখান থেকে বেরিয়ে এখন ছাত্র, যুব সমস্ত মানুষের হয়ে লড়াটা হবে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গের কালচার বিভিন্ন ভাষার, বিভিন্ন ধর্মের মানুষ বাস করে। সেখানে বিভাজনের রাজনীতি করছে বিজেপি। মানুষ বুঝেছে, তাই ব্রিগেড এ প্রচুর মানুষ এসেছিলেন।

আরও পড়ুন -  ICC World Cup 2023: ‘গোল্ডেন যুগে’ ২০২৩ বিশ্বকাপের লোগো প্রকাশ করল ICC, ভারতের বিশ্ব জয়ের, ক্রিকেট মহলে উত্তেজনা