টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ ইসিএলের সালানপুর এরিয়ার অন্তর্গত খোলামুখ খনির নতুন বেগুনিয়া কোলিয়ারির ভিতরে ডাম্পারের নিচে চাপা পড়ে মৃত হলো আন্তরিক মণ্ডল(২৭)নামক এক যুবকের। জানা যায়, জামগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খরাবড় গ্রামে তার বাড়ি।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে কয়লা খনিতে অবৈধ ভাবে কয়লা তুলতে এসে ই.সি.এলের ডাম্পারের নিচে চাপা পড়ে ঘটনা স্থলে মৃত হয় তার।
সকাল সাতটা সময় স্থানীয়রা এই দূরর্ঘটনার খবর জানতে পেরে স্থানীয় ও আত্মীয়রা খনি রাস্তার উপর তার মৃতদেহ পড়ে থাকা অবস্থায় দেখতে পায়। প্রায় চার ঘন্টা ধরে মৃত দেহ আগলে রেখে ঘটনাস্থলে বসে থাকে স্থানীয়রা। পরিবারের সদস্যরা ইসিএলের কাছে দাবি করেন নগদ পঞ্চাশ হাজার টাকা অর্থ দিতে হবে। তাদের দাবি মঞ্জুর হওয়ার পর মৃতদেহটি ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া হয়।
এই ঘটনার প্রসঙ্গে পরিবারের সদস্য ও স্থানীয় মানুষজনেরা এবং ইসিএলের কর্তৃপক্ষ সাংবাদিকদের ক্যামেরার সামনে কিছু বলতে চায়নি।
কয়লা খনির ভিতরে ডাম্পারের চাকার নিচে পড়ে মৃত্যু এক যুবকের
Published By: Khabar India Online |
Published On: