পথ দুর্ঘটনায় মৃত্যু হল দাদু ও নাতনির

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ
পথ দুর্ঘটনায় মৃত্যু হল দাদু ও নাতনির। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে কালিয়াচক থানার জালালপুর স্ট্যান্ড ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর। মৃত দাদুর নাম হরি বলা সাহা বয়স ৫১ বছর ও নাতনির নাম ববি সাহা বয়স ২৬ বছর। পুলিশ ইতিমধ্যে ঘাতক ডাম্পারটিকে আটক করলেও চালক পলাতক। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নাতনি ববি সাহা দাদুর বাড়িতে এদিন বেড়াতে এসেছিল।

আরও পড়ুন -  ২৬ হাজার ঘন্টা ধরে তৈরি করা নেতাজির অবয়ব উন্মোচন করলেন মোদি, নয়াদিল্লির নয়া অলংকার
ববি সাহা। ছবিঃ সুমিত ঘোষ।

দাদু ও নাতনি জালালপুর স্ট্যান্ড রাস্তা পারাপারের জন্য নিজের সাইডে দাঁড়িয়ে ছিল। এদিকে কালিয়াচক থেকে মালদার দিকে দ্রুত গতিতে একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে রং সাইডে গিয়ে দুজনকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই ববি সাহার মৃত্যু হয়। এদিকে স্থানীয়রা হরিবোলা সাহাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কিছুক্ষণ চিকিৎসা চলার পর রবিবার ভোরে তারও মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু ঘটে। রবিবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ওই পরিবারে।

আরও পড়ুন -  কয়দিন দূষণহীন প্রকৃত পেয়েছে জীবজন্তু