সাধন মণ্ডল, খবরইন্ডিয়াঅনলাইন, বাঁকুড়াঃ এবারের বিধানসভা নির্বাচনেবাঁকুড়া জেলার ভোটারদের বুথমুখী করতে আনন্দদায়ক একটি ম্যাসকট “ভোটের সাজে মাদল বাজে” মাদল কাঁধে এক যুবক এর ছবির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন জেলা নির্বাচন আধিকারিক তথা জেলাশাসক কে রাধিকা আয়ার। ভোটকে আনন্দদায়ক করে তুলতে ও প্রাচীন ঐতিহ্যকে ধরে রাখতেই এই উদ্যোগ বলে জানান তিনি। এছাড়া ভোটের দিন পর্য্যন্ত করনীয় কাজ নিয়ে একটি ক্যালেন্ডারের ও প্রকাশ করা হয়।
জেলার প্রায় কুড়ি হাজার প্রতিবন্ধী ভোটদাতা যাতে পোষ্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারেন তার কন্য বিশেষ ব্যবস্হা নেওয়া হয়েছে বলেও জেলাশাসক জানান। জেলা তথ্য আধিকারিক অরুনাভ মৈত্র বলেন, লাল মাটির বাঁকুড়া মাদলের বোলে আনন্দে মেতে উঠে। জেলার আদিবাসী মানুষদের সংস্কৃতিকে সন্মান জানাতে ও তাদের ঐতিহ্যকে তুলে ধরতেই এই নৃত্যরত সুন্দর ম্যাসকট।