নাকা চেকিং এ বাঁকুড়া জেলা শাসক তথা জেলা নির্বাচন আধিকারিক কে রাধিকা আয়ার

Published By: Khabar India Online | Published On:

সাধন মণ্ডল, খবরইন্ডিয়াঅনলাইন, বাঁকুড়াঃ    বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সারা রাজ্য জুড়ে চলছে নাকা চেকিং। বাঁকুড়া জেলা প্রশাসন জোর দিয়েছেন। নাকা চেকিং এ গতকাল রাত্রে আচমকা হানা দেন বাঁকুড়ার জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক কে রাধিকা আয়ার। তিনি অধিক রাত্রে বিষ্ণুপুর এলাকার একটি জায়গায় হাজির হয়ে রাস্তায় থাকা গাড়ির কাগজপত্র দেখেন। এছাড়া পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া সীমান্ত সারেঙ্গা থানার কাঁড়ভাঙ্গা এলাকার নাকা চেকিং এ এক ব্যক্তির কাছ থেকে প্রায় ২ লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে জেলা প্রশাসন সুত্রে জানানো হয়েছে।

আরও পড়ুন -  War Of 1971: ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তি যুদ্ধের গৌরবময় ৫০তম বিজয় দিবস, অত্যাধুনিক অস্ত্রের প্রদর্শনী

বাঁকুড়া জেলা শাসক তথা জেলা নির্বাচন আধিকারিক কে রাধিকা আয়ার।

এতটা পরিমাণ টাকা তার কাছে কেন ছিল তার সদুত্তর না পাওয়ায় টাকাটি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জেলা পুলিশ সুপার কোটেশ্বর রাও জানিয়েছেন। জেলার জঙ্গলমহল এলাকায় চলছে নাকা চেকিং, সমস্ত রকম যানবাহন পুঙ্খানুপুঙ্খ ভাবে তল্লাশি করা হচ্ছে বাদ যায়নি মোটরবাইকও।

আরও পড়ুন -  পানীয়জলের নতুন পাইপলাইনের দাবি নিয়ে স্থানীয় গ্রামবাসীদের রাস্তা অবরোধ