ভিড়ের কারণে করোনা সংক্রমণ আটকাতে কিছু স্টেশনে যে প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়ানো হয়েছে, তা “সাময়িক” ব্যবস্থা

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন,নয়াদিল্লিঃ    প্রচন্ড ভিড় হচ্ছে এরকম অল্প কয়েকটি স্টেশনেই এই নিয়ম কার্যকর হয়েছে (উদাহরণ হিসেবে উল্লেখ করা যায় মুম্বাই শাখার ৭৮টি স্টেশনের মধ্যে ৭টি স্টেশনে এই নিয়ম কার্যকর হয়েছে)

স্টেশনের ভিড় নিয়ন্ত্রণ করতে ২০১৫ সালে ডিআরএমদের প্ল্যাটফর্ম টিকিটের ভাড়া বাড়ানোর ক্ষমতা দেওয়া হয়েছে

দীর্ঘদিন ধরে এই নিয়ম মেনে চলা হচ্ছে এবং ভিড় নিয়ন্ত্রণের জন্য এটি স্বল্পমেয়াদী ব্যবস্থাপনা , এটি নতুন কিছু নয়

উৎসবের মরশুম, মেলা ইত্যাদির জন্য এই নিয়ম কার্যকর করা হয় এবং পরে তা প্রত্যাহারও করা হয়

আরও পড়ুন -  Madhuri Dixit: মাধুরী দীক্ষিতের অপূর্ব নৃত্য প্রদর্শনী ভক্তদের মন জয় করেছে, ভিডিওটি পেয়েছে লক্ষাধিক ভিউস

এবার কোভিড নিয়ন্ত্রণের জন্য জনস্বার্থে এটি কার্যকর করা হয়েছে

অনেক জায়গায় মার্চ মাসে লকডাউনের পর এটি চালু হয়েছে (এ সংক্রান্ত নির্দেশাবলী এখানে দেওয়া হয়েছে)।

এক শ্রেণীর সংবাদ মাধ্যমে প্ল্যাটফর্ম টিকিটের মূল্যবৃদ্ধি সংক্রান্ত খবর প্রকাশিত হয়েছে।

ভিড়ের কারণে, যাত্রীদের স্বার্থের কথা বিবেচনা করে রেল কর্তৃপক্ষ করোনা সংক্রমণ আটকাতে কিছু স্টেশনে যে প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়িয়েছে, তা “সাময়িক” ব্যবস্থা। বাস্তব পরিস্থিতি পর্যালোচনা করে বেশী মানুষ যাতে স্টেশনে না ঢোকেন তার জন্য প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়ানো হয়। দীর্ঘদিন ধরে এই নিয়ম মেনে চলা হচ্ছে এবং ভিড় নিয়ন্ত্রণের জন্য এটি একটি স্বল্পমেয়াদী ব্যবস্থাপনা, যা নতুন কিছু নয় ।

আরও পড়ুন -  Shreyas Iyer: বোনের সৌন্দর্যে উত্তপ্ত নেট মাধ্যম শ্রেয়াস আইয়ারের, সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল

কয়েকটি রাজ্যে কোভিড সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে ভারতীয় রেল প্ল্যাটফর্মে অহেতুক ভিড় না করার বিষয়ে গুরুত্ব দিচ্ছে। মহামারীর এই সময়ে জনস্বার্থে প্ল্যাটফর্মে জনসমাগম নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

ভিড় এড়াতে ২০২০-র মার্চ থেকে রেলের অনেক ডিভিশনেই বিভিন্ন স্টেশনে প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়ানো হয়েছে। আবার সেট্রাল জোন, পূর্ব মধ্য রেলের মত অনেক জায়গায় এই নির্দেশ প্রত্যাহার করা হয়েছে। ছট, দীপাবলির মত উৎসব বা বিভিন্ন মেলার সময় সাময়িকভাবে এই ভাড়া বাড়ানো হয়, পরে তা প্রত্যাহারও করা হয়।

আরও পড়ুন -  Lionel Messi: বার্সার সভাপতি চেষ্টা চালাচ্ছে, মেসিকে ফেরানোর

স্টেশনে ভিড় নিয়ন্ত্রণ করার দায়িত্ব ডিআরএমদের। ভিড় সামাল দেবার ২০১৫ সালে ডিআরএমদের প্ল্যাটফর্ম টিকিটের ভাড়া বাড়ানোর ক্ষমতা দেওয়া হয়েছে । তাঁরা মেলা বা বিভিন্ন মিছিলের মত নানা জনসমাগমের সময় ত পরিস্থিতি অনুসারে এই সিদ্ধান্ত নিয়ে থাকেন ।

এই সংক্রান্ত নির্দেশনামাটি দেখতে চাইলে নীচের লিঙ্কে ক্লিক করুনঃ-
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/photo/2021/mar/ph20213501.jpeg
সূত্র – পিআইবি।