জমি দখলকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষে মৃত্যু হল এক কৃষকের

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ জমি দখলকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষে মৃত্যু হল এক কৃষকের। ঘটনাটি ঘটেছে গাজোল থানার জোড়পুকুর এলাকায়। কৃষকের নাম গোপাল বিশ্বাস বয়স ৫০ বছর।পরিবারে রয়েছে স্ত্রী বিশ্বাস এক ছেলে ও এক মেয়ে।পরিবার সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরেই মালদা জেলার বামন গোলা থানার পার হরি নগর এলাকায় ১০ কাঠা জমির উপরে চাষবাস করে আসছে। হরি নগর এলাকার সমরেশ রাজবংশী সেইজমিক দীর্ঘদিন ধরে দখলের চেষ্টা

আরও পড়ুন -  Gujarat: নিহত ২, প্যারামিলিটারি ক্যাম্পে এলোপাথাড়ি গুলি, গুজরাটে

করছে।

গতকালকে গোপাল বিশ্বাস নামে ওই কৃষক জমিতে পাট চাষ করতে যায়। সেই সময় সমরেশ ও তার পরিবার কৃষক গোপাল বিশ্বাসের জমি দখল করতে যায়। বাধা দিলে তাকে বেধড়ক মারধর করে। পর স্থানীয়রা উদ্ধার করে ভর্তি করে মুদিপুকুর গ্রামীণ হাসপাতাল। চিকিৎসা চলাকালীন গতকাল বিকেলে মৃত্যু হয় গোপাল বিশ্বাস নামে ওই কৃষকের।এ ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্ত সহ ৫ জনের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আনা হয়। তবে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।

আরও পড়ুন -  Bus Fire: নিহত ১১, একটি বাসে অগুন লাগার ঘটনা ঘটেছে, মহারাষ্ট্রে