ইসিএল দ্বারা পরিচালিত বিভিন্ন স্কুলের শিক্ষকদের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করা হচ্ছে

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ ইসিএল দ্বারা পরিচালিত বিভিন্ন স্কুলের শিক্ষকদের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করা হচ্ছে। আর সেই প্রতিবাদে তারা আসানসোল সাখতোড়িয়া ইসিএলের সদর দফতরে বিক্ষোভ প্রদর্শন করে স্মারকলিপি জমা দিল। জানা গেছে ইসিএলের প্রায় ১৬২ স্কুলে মোট ৬০০ জন শিক্ষক ছিলেন।

আরও পড়ুন -  ‘দুয়ারে আধার নম্বর সংযুক্তিকরণ’, নির্দেশ মুখ্যমন্ত্রীর

বর্তমানে প্রায় ৩৩ টি স্কুল বন্ধ। ১৫০ জন স্কুল শিক্ষককে বিনা নোটিশে বসিয়ে দেওয়া হয়েছে। শিক্ষকরা জানাচ্ছেন, ইসিএল স্কুলগুলিকে যেমন তেমন করে চালাচ্ছে। অথচ রাজ্য সরকারের স্কুল গুলির মতই শিক্ষকরা পাঠ দান করেন। শিক্ষকদের দাবি, তাদেরকেও রাজ্য সরকারের মত একই রকম বেতনক্রমে আনতে হবে। তাদের সঙ্গে ইংরেজদের মত ব্যবহার করা বন্ধ করতে হবে।

আরও পড়ুন -  Gratuity New Rule: বড় খবর বেসরকারি কর্মীদের জন্য, বদলে গেল গ্র্যাচুইটির নিয়ম