তৃতীয় জনঔষধী দিবস উদযাপন

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ তৃতীয় জনঔষধী দিবস ২০২১ এর উদযাপন আজ থেকে শুরু হয়েছে। সপ্তাহ ব্যাপী এই অনুষ্ঠান চলবে ৭ই মার্চ পর্যন্ত। দেশজুড়ে জনঔষধী কেন্দ্রগুলি স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছিল। এখানে রক্তচাপ ও সুগারের পরীক্ষা করা হয়। এছাড়াও বিনামূল্যে চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন। জনঔষধী কেন্দ্রগুলি থেকে বিনামূল্যে ঔষুধ বিতরণও করা হয়েছে। দেশজুড়ে ১০০০টি স্বাস্থ্য শিবিরে সাধারণ মানুষ অংশগ্রহণ করেছেন। জনঔষধী কেন্দ্রগুলি থেকে সস্তায় ভালো মানের ওষুধ পাওয়া যায়।

আরও পড়ুন -  South Eastern Railway: দক্ষিণ-পূর্ব রেলের জাতীয় একতা দিবস উদযাপন

ব্যুরো অফ ফার্মা পিএসইউ অফ ইন্ডিয়া (বিপিপিআই) প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধী পরিযোজনার বাস্তবায়ন করে। এবারের জনঔষধী দিবসের মূল ভাবনা “সেবা ভি – রোজগার ভি”। সূত্র – পিআইবি।

আরও পড়ুন -  যশ এর নায়িকা নুসরাত ফারিয়া