পলাশের “ফেকমুখ” – এর দৃশ্যগ্রহণ

Published By: Khabar India Online | Published On:

সত্যজিৎ চক্রবর্তী, খবরইন্ডিয়াঅনলাইন, কলকাতাঃ “ফেকমুখ” -এর পরিচালক পলাশ বৈরাগী আজ সাক্ষাৎ জানান, ইতিমধ্যেই বড়পর্দা ও অসংখ্য স্বল্পদৈর্ঘ্যের ছায়াছবি নির্মাণ করেছেন। কিন্তু এই প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্যে স্বল্পদৈর্ঘ্যে‌র ছবি নির্মাণ করছেন। ঢাকুরিয়ার একটি প্রাসাদোপম বাড়িতে ” ফেকমুখ ” শীর্ষক এই ছবির দৃশ্যগ্রহণ হয়ে গেল।

আরও পড়ুন -  Short Film: বাড়িওয়ালার সাথে গোপন পরকীয়া স্ত্রীর স্বামীর অবহেলায়, ঘর বন্ধ করুন তারপর দেখতে হবে

শোভাদেব বর্মার কাহিনীতে চিত্রনাট্য করেছেন – মৌমিতা দাস। কুশ মান্নার চিত্রগ্রহণে, ছবির গল্পে অভিনয় করেছেন শোভা দেব বর্মা, সুনীল শ্রীবাস্তব , অর্ঘ্য মৈত্র এবং প্রীন্স।

পরিচালক পলাশ বৈরাগী জানালেন, ফেসবুকের মাধ্যমে আলাপ ও বন্ধুত্ব হয় অনিন্দিতার সাথে অনিমেষের, তিন বছর কেটে যায় মোবাইলে কথা বলে। ছেলে বাবাই বিদেশ থেকে ফিরে অবাক হয়ে যায়। ১৮ বছর আগে বাবা মাকে ছেড়ে চলে যায়। কোলকাতায় এসে দেখা করতে চায় অনিমেষ, কিন্তু দেখা হবার পর অবাক হয়ে যায় অনিন্দিতা, আসলে এই মানুষটা কে? আদিম প্রোডাকসন্সের নিবেদনে এই ছবিটি দেশ ও বিদেশের চলচ্চিত্র উৎসবের জন্যে নির্মিত।

আরও পড়ুন -  Mexico: মেয়রসহ নিহত ১৮, মেক্সিকোতে বন্দুক হামলায়