ভারতে কোভিড-১৯ টিকাকরণ ১ কোটি ৩৪ লক্ষ ছাড়িয়েছে

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ১ হাজারেরও কম

২০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে গত ২৪ ঘন্টায় কোভিডে মৃত্যুর কোনও খবর নেই।
কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে ভারতে টিকাকরণের সংখ্যা ১ কোটি ৩৪ লক্ষ ছাড়িয়েছে। আজ সকাল ৭টা পর্যন্ত ১ কোটি ৩৪ লক্ষ ৭২ হাজার ৬৪৩ জনের টিকাকরণ হয়েছে। এর মধ্যে ৬৬ লক্ষ ২১ হাজার ৪১৮ জন স্বাস্থ্য কর্মী প্রথম ডোজ, ২০ লক্ষ ৩২ হাজার ৯৯৪ জন স্বাস্থ্য কর্মী দ্বিতীয় ডোজ এবং করোনার বিরুদ্ধে লড়াইয়ে অগ্রভাগে থাকা ৪৮ লক্ষ ১৮ হাজার ২৩১ জন কর্মীকে প্রথম ডোজ দেওয়া হয়েছে। টিকার প্রথম ডোজ নেওয়ার ২৮ দিন পূরণ করার পর সুফলভোগীদের গত ১৩ ফেব্রুয়ারি থেকে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ৮ লক্ষ ৭২ হাজার ৯৯৯ জনকে প্রথম ডোজ, ১ লক্ষ ২০ হাজার ১০৭ জনকে দ্বিতীয় ডোজ মিলিয়ে মোট ৯ লক্ষ ৯৩ হাজার ১০৬ জনের টিকাকরণ হয়েছে।

আরও পড়ুন -  নরওয়ের প্রধানমন্ত্রীর জরিমানা কোভিড প্রোটোকল না মানাতে

টিকাকরণ অভিযানের ৪১তম দিনে (২৫ ফেব্রুয়ারি) ৮ লক্ষ ১ হাজার ৪৮০ জনকে টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে ৩ লক্ষ ৮৪ হাজার ৮৩৪ জন সুফলভোগী প্রথম ডোজ এবং ৪ লক্ষ ১৬ হাজার ৬৪৬ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। দেশে মোট ১ কোটি ৩৪ লক্ষ ৭২ হাজার ৬৪৩ জন টিকা গ্রহীতা সুফলভোগীর মধ্যে ১ কোটি ১৪ লক্ষ ৩৯ হাজার ৬৪৯ জন প্রথম ডোজ এবং ২০ লক্ষ ৩২ হাজার ৯৯৪ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন।

৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে স্বাস্থ্য কর্মীদের মধ্যে টিকাকরণের হার ৬০ শতাংশের কম। অন্যদিকে, ১৩টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে অগ্রভাগে থাকা কর্মীদের মধ্যে টিকাকরণের হার ৪০ শতাংশেরও কম।

আরও পড়ুন -  স্বাস্থ্যভবন তালিকা দিল, বেসরকারি হাসপাতালে করা যাবে না এইসব রোগের চিকিৎসা, স্বাস্থ্যসাথী কার্ড থাকলেও

ভারতে আজ সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৫৫ হাজার ৯৮৬, যা মোট আক্রান্তের কেবল ১.৪১ শতাংশ। সম্প্রতি যে কয়েকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে দৈনিক-ভিত্তিতে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তার পরিণতি-স্বরূপ সুস্পষ্টভাবে আক্রান্তের সংখ্যাও বেড়েছে। অবশ্য, ২১টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ১ হাজারেরও কম।

দেশে গত ২৪ ঘন্টায় ২০টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে কোভিড-১৯ এ মৃত্যুর খবর নেই। এদিকে মহারাষ্ট্রে গত ২৪ ঘন্টায় লক্ষ্যণীয় পরিবর্তন ঘটেছে এবং ৪ হাজার ৯০২ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, কেরলে আক্রান্তের সংখ্যা ৯৮৯টি ক্ষেত্রে কমেছে।

দেশে আজ মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৭ লক্ষ ৫০ হাজার ৬৮০। জাতীয় স্তরে সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৭.১৭ শতাংশ। এর ফলে, সুস্থতার সংখ্যা ও সুস্পষ্টভাবে আক্রান্তের সংখ্যার মধ্যে ফারাক আরও বেড়ে আজ হয়েছে ১ কোটি ৫ লক্ষ ৯৪ হাজার ৬৯৪।

আরও পড়ুন -  DURGA PUJA: পুজোই ভরসা হস্তশিল্পীদের, অতিমারি পরিস্থিতিতে ধাক্কা খেয়েছে

দেশে গত ২৪ ঘন্টায় আরও ১২ হাজার ১৭৯ জন করোনামুক্ত হয়েছেন। এর মধ্যে ৮৫.৩৪ শতাংশই ৬টি রাজ্যের বাসিন্দা। কেরলে একদিনেই সর্বাধিক ৪ হাজার ৬৫২ জন আরোগ্য লাভ করেছেন। মহারাষ্ট্রে সুস্থ হয়েছেন ৩ হাজার ৭৪৪ জন।

দেশে গত ২৪ ঘন্টায় ১৬ হাজার ৫৭৭ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৮৬.১৮ শতাংশই ৬টি রাজ্যের বাসিন্দা। মহারাষ্ট্রে একদিনেই সর্বাধিক ৮ হাজার ৭০২ জন আক্রান্ত হয়েছেন। কেরলে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৬৭৭। পাঞ্জাবে নতুন করে ৫৬৩ জন সংক্রমিত হয়েছেন।

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় ১২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮৫.৮৩ শতাংশই মারা গেছেন ৬টি রাজ্যে। সর্বাধিক ৫৬ জনের মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। কেরলে মারা গেছনে ১৪ জন এবং পাঞ্জাবে মৃত্যু হয়েছে ১৩ জনের। সূত্র – পিআইবি।