টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ জিএসটি এর সরলীকরণ করতে হবে এই ডাক দিয়ে ব্যবসা বন্ধের ডাকে সাড়া দিয়ে বন্ধ পালন কুলটির নিয়ামতপুরে। এদিন বণিক সংগঠনের ডাকা বন্ধে নিয়ামতপুর চেম্বার ওফ কর্মাস।, নিয়ামতপুর মার্চেন্ট চেম্বার অব কমার্স এর উদ্দোগে বন্ধ পালন করেন স্থানীয় দোকানদাররা।বন্ধের সর্মথনে নিয়ামতপুর এলাকায় একটি পদযাত্রা ও করেন তারা।ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে গুরবিন্দর সিং বলেন, ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ রেখে বন্ধের পথে হাটছে। জিএসটি লাগুকরার সময় বলা হয়েছিল ছোট ব্যবসায়ীরা নিজেদের জিএসটি নিজেরা ভরতে পারবে। কিন্তু এখন মাসে মাসে CA এর কাছে যেতে হচ্ছে। নানা ধরনের সমস্যা হচ্ছে। সমাধান পেতেই ব্যবসায়ীরা আজকে ব্যবসা বন্ধ রেখেছে।
GSTএর সরলীকরণ করতে হবে এই ডাক দিয়ে ব্যবসা বন্ধের ডাক
Published By: Khabar India Online |
Published On: