কো-উইন ১.০ থেকে কো-উইন ২.০ প্ল্যাটফর্মে তথ্য প্রযুক্তি ব্যবস্থার রূপান্তরের প্রেক্ষিতে শনি ও রবিবার (২৭ ও ২৮ ফেব্রুয়ারি) কোভিড-১৯ টিকাকরণ অভিযান বন্ধ থাকছে

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ প্রধানমন্ত্রী গত ১৬ জানুয়ারি কোভিড টিকাকরণ কর্মসূচির সূচনা করেছিলেন। দেশব্যাপী কোভিড টিকাকরণ অভিযানের সম্প্রসারণ ঘটিয়ে আগামী পয়লা মার্চ থেকে ৬০ বছরের বেশি বয়সী এবং একাধিক উপসর্গ রয়েছে, এমন ৪৫ বছরের বেশি বয়সী ব্যক্তিদের টিকাকরণ শুরু হতে চলেছে।

আরও পড়ুন -  Bhojpuri dance video: ‘তু হি বড়া জান’ গানে নিরহুয়া-আম্রপালি জুটির রোমান্সে মাত নেটদুনিয়া, ঝড় তুলেছে ভোজপুরি ইন্ডাস্ট্রি!

এদিকে, শনি ও রবিবার (২৭ ও ২৮ ফেব্রুয়ারি) কো-উইন ১.০ থেকে কো-উইন ২.০ প্ল্যাটফর্মে তথ্য প্রযুক্তি ব্যবস্থার রূপান্তরের কাজ পরিচালিত হবে। এই প্রেক্ষিতে ঐ দু’দিন কোভিড-১৯ টিকাকরণ কর্মসূচি বন্ধ থাকছে। রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ইতিমধ্যেই তথ্য প্রযুক্তি ব্যবস্থায় রূপান্তরের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। সূত্র – পিআইবি।

আরও পড়ুন -  Sohaib Mallik on Sania Mirza: শোয়েব মালিক মুখ খুললেন, ‘এখন তো আর কোনভাবেই একসাথে……’, সানিয়া কি অতীত?