খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ বিশ্বজুড়ে মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে ভারত ফের আরো একবার উল্লেখযোগ্য মাইল ফলক স্পর্শ করেছে। দেশে সব মিলিয়ে পরীক্ষার সংখ্যা ১৫ কোটি ছাড়িয়েছে।
গত ২৪ ঘন্টায় ৯,২২,৯৫৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই নিয়ে ভারতে মোট পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৫,০৭,৫৯,৭২৬।
মাত্র গত ১০ দিনেই ১ কোটি পরীক্ষা চালানো হয়েছে। ব্যাপক হারে এবং সুস্থায়ী ভিত্তিতে পরীক্ষা চালানোর ফলে করোনায় ইতিবাচক হার উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।
আরও একটি উল্লেখযোগ্য সাফল্য হলো ভারতে এই নিয়ে টানা ১১ দিন দৈনিক সংক্রমণের সংখ্যা ৪০,০০০-এর নীচে রয়েছে। গত ২৪ ঘন্টায় দেশে মাত্র ৩১,৫২১ জন করোনা সংক্রমিত হয়েছেন।
ভারতে এই একই সময় নতুন করে সুস্থ হয়ে উঠেছেন ৩৭,৭২৫ জন। বর্তমানে ভারতে সক্রিয় রোগীর সংখ্যা ৩,৭২,২৯৩। অর্থাৎ দেশে মোট সক্রিয় রোগীর হার কমে দাঁড়িয়েছে ৩.৮১ শতাংশে।
আজ পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৯২,৫৩,৩০৬ জন। আরোগ্যের হার বেড়ে দাঁড়িয়েছে ৯৪.৭৪ শতাংশে। আরোগ্য রোগী এবং সক্রিয় রোগীর মধ্যে পার্থক্য ক্রমশই বেড়ে বর্তমানে দাঁড়িয়েছে ৮,৮৮১,০১৩ জনে।
১০টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে নতুন করে আরোগ্যের হার ৭৭.৩০ শতাংশ।
মহারাষ্ট্রে কোভিড থেকে একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৫,০৫১ জন। কেরালায় ৪,৬৪৭ এবং দিল্লিতে ৪,১৭৭ জন সুস্থ হয়ে উঠেছেন।
১০টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে নতুন করে সংক্রণের হার ৭৪.৬৫ শতাংশ।
মহারাষ্ট্রে গত ২৪ ঘন্টায় সংক্রমিত হয়েছেন ৪,৯৮১ জন। কেরালায় ৪,৮৭৫ জন নতুন তরে সংক্রমিত হয়েছেন। পশ্চিমবঙ্গে গতকাল ২,৯৫৬ জন নতুন করে সংক্রমিত হয়েছেন।
গত ২৪ ঘন্টায় ১০টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে ৪১২ জনের মৃত্যু হয়েছে।
মহারাষ্ট্রে আরও ৭৫ জনের মৃত্যু হয়েছে। দিল্লিতে ৫০ জনের মৃত্যু হয়েছে।
গত ৫ দিনে দৈনিক মৃত্যুর সংখ্যা ৫০০-র নীচে রয়েছে। সূত্র – পিআইবি।