২০২১-এর হজের জন্য আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ বাড়িয়ে ১০ই জানুয়ারি করা হয়েছে

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী শ্রী মুক্তার আব্বাস নাকভি জানিয়েছেন, ২০২১-এর হজের জন্য আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ বাড়িয়ে ১০ই জানুয়ারি করা হয়েছে। হজ যাত্রা কেন্দ্র অনুসারে পুণ্যার্থীদের সম্ভাব্য ব্যয় হ্রাস করা হয়েছে। মুম্বাইয়ের আজ হজ হাউজের হজ কমিটি অফ ইন্ডিয়ার বৈঠকে পৌরহিত্য করার পর সাংবাদিকদের একথা জানান তিনি।

শ্রী নাকভি বলেন,২০২১-এর হজের জন্য আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল এবছরের ১০ই ডিসেম্বর অর্থাৎ আজ, এখন তা বাড়িয়ে ২০২১-এর ১০ই জানুয়ারি করা হয়েছে। ইতিমধ্যেই ৪০,০০০ আবেদনপত্র জমা পড়েছে বলেও তিনি জানান। তার মধ্যে ‘মেহরম’ ছাড়াই মহিলা বিভাগে ৫০০টি আবেদন জমা পড়েছে।

এছাড়াও ‘মেহরম (পুরুষ সঙ্গী ব্যতীত)’ বিভাগের অধীনে ২,১০০-রও বেশি মহিলা ২০২১-এর হজ যাত্রার জন্য আবেদন করেছেন। ২০২০ সালের হজ যাত্রার জন্য যাঁরা আবেদন করেছেন তাঁদের আবেদনও ২০২১-এর হজ যাত্রার জন্য বৈধ থাকবে। এর পাশাপাশি ২০২১-এর হজ যাত্রায় আগ্রহী মহিলারা চাইলেন ‘মেহরম’ ছাড়াই বিভাগের জন্য নতুন আবেদনপত্র পূরণ করতে পারেন। লটারি ব্যবস্থাপনার মাধ্যমে ‘মেহরম’ ব্যতীত বিভাগে আওতাধীন সকল মহিলাকে হজ যাত্রার জন্য ছাড় দেওয়া হবে। অনলাইন, অফলাইন এবং হজ মোবাইল অ্যাপের মাধ্যমে আবেদন জানানো যাবে।

আরও পড়ুন -  জনগণকে কম দামে আটা দেবো, গায়ের জামা বিক্রি করে হলেওঃ প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

শ্রী নাকভি জানান, হজ যাত্রা কেন্দ্র বিষয়ে এবং সৌদিআরব সরকারের কাছ থেকে যথাযথ প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনার পরে হজ পুণ্যার্থীদের যাতায়াতের খরচ হ্রাস করা হয়েছে।

আমেদাবাদ এবং মুম্বাই থেকে হজ যাত্রার জন্য পুণ্যার্থীদের খরচ পড়বে প্রায় ৩,৩০,০০০ টাকা। অন্যদিকে, বেঙ্গালুরু, লক্ষ্ণৌ, দিল্লি এবং হায়দ্রাবাদ কেন্দ্র থেকে হজ যাত্রার জন্য পুণ্যার্থীদের খরচ পড়বে প্রায় ৩,৫০,০০০ টাকা। কোচি এবং শ্রীনগর কেন্দ্র থেকে খরচ পড়বে ৩,৬০,০০০ টাকা। কলকাতা থেকে হজ যাত্রার খরচ পড়বে ৩,৭০,০০০ টাকা এবং গুয়াহাটি থেকে খরচ পড়বে প্রায় ৪,০০,০০০ টাকা।

আরও পড়ুন -  Lifestyle: মেয়েরা বিয়ের পর ইন্টারনেটে সার্চ করেন এই জিনিস, আপনি অবাক হবেন

শ্রী নাকভি জানান, ২০২১-এর হজ যাত্রার সময় মহামারীর পরিস্থিতিতে জাতীয় এবং আন্তর্জাতিক সমস্ত নীতি নির্দেশিকা কঠোরভাবে কার্যকর ও অনুসরণ করা হবে। তিনি আরও জানান, ২০২১-এর হজ যাত্রা জন্য জুন থেকে জুলাই মাস নির্ধারিত হয়েছে। করোনা পরিস্থিতির ওপর নজর রেখে ভারত এবং সৌদিআরবের মানুষের স্বাস্থ্য ও সু-স্বাস্থ্যের বিষয়টি সুনিশ্চিত করে তুলতে হজ যাত্রার সময় সৌদিআরব এবং ভারত সরকার প্রয়োজনীয় নীতি নির্দেশিকা জারি করবে।

মহামারী পরিস্থিতি মোকাবিলায় সমস্ত দিক বিবেচনা করে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক স্বাস্থ্য, বিদেশ, অসামরিক বিমান চলালচ, ভারতের হজ কমিটি, সৌদিআরবের ভারতীয় দূতাবাস ও জেড্ডায় ভারতীয় কনসাল জেনারেল এবং অন্যান্য সংস্থার সঙ্গে পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও শ্রী নাকভি জানান।

আরও পড়ুন -  Puja Banerjee: পর্দার পার্বতী লাস্যময়ী হয়ে উঠছেন, ‘মহাদেব’ ভক্তরা ক্ষুব্ধ, বোল্ড লুকে

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ২০২১-এর হজ যাত্রার জন্য বিশেষ পরিস্থিতির মধ্যে সমস্তরকম প্রস্তুতি নেওয়া হয়েছে। মহামারী পরিস্থিতির দিকে নজর রেখে এবং এয়ার ইন্ডিয়া ও অন্যান্য সংস্থার কাছ থেকে যথাযত প্রতিক্রিয়া মেলার পর হজ যাত্রা কেন্দ্রের সংখ্যা কমিয়ে ১০-এ নিয়ে আসা হয়েছে। আগে দেশে হজ যাত্রার জন্য ২১টি কেন্দ্র ছিল। ২০২১-এ হজ যাত্রার জন্য ১০টি কেন্দ্র হলো আমেদাবাদ, বেঙ্গালুরু, কোচিন, দিল্লি, গুয়াহাটি, হায়দ্রাবাদ, কলকাতা, লক্ষ্ণৌ, মুম্বাই এবং শ্রীনগর।

এদিনের বৈঠকে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের শীর্ষ আধিকারিক, হজ কমিটি অফ্ ইন্ডিয়ার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শ্রী এম.এ. খান এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সূত্র – পিআইবি।