আসানসোলে দলীয় কর্মসূচিতে এসে তৃণমূলকে বিঁধলেন বিজেপির মধ্যপ্রদেশ সরকারের মন্ত্রী নরত্তোম মিশ্রা

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ আসানসোলে দলীয় কর্মসূচিতে এসে তৃণমূলকে বিঁধলেন বিজেপির মধ্যপ্রদেশ সরকারের মন্ত্রী নরত্তোম মিশ্রা। বুধবার সকালে তিনি দুর্গাপুর ট্যাঙ্ক রোডে চায়ে পে চর্চা অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। এরপর আসানসোলের উত্তর বিধান সভার অন্তর্গত ২১ নং ওয়ার্ডে দলীয় গৃহ সম্পর্ক অভিযানে অংশ গ্রহণ করেন। পাশাপাশি বেলা ১১ টায় দলীয় কর্মীদের সাথে বৈঠক করেন মন্ত্রী নরোত্তম মিশ্রা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপি নেতা বলেন, কেন্দ্রের সরকার কাগজে কলমে দেশের জনগণের জন্যে নানা যোজনা তৈরি করলেও পশ্চিমবঙ্গের সরকার ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তা লাগু হতে দিচ্ছেন না। ফলে রাজ্যের জনগণ কেন্দ্রের প্রকল্পগুলির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন ৷ রাজ্যের মানুষ অনেক আশা নিয়ে পরিবর্তন করেছিলন। কিন্তু মমতা ব্যানার্জির সরকার শুধু কাটমানির সিণ্ডিকেট তৈরি করেছে ৷ রাজ্যে অপশাসন চলছে। বর্তমানে রাজ্যে কোল মাফিয়া, লোহা মাফিয়া, বালি মাফিয়া গরু পাচার চক্রের রাজ চলছে। মানুষ এর থেকে মুক্তি পেতেই বিজেপিকে সমর্থন দিচ্ছে। বিজেপির নেতৃত্বে আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে সুশাসন প্রতিষ্ঠিত হবে।

আরও পড়ুন -  Mexico: হেলিকপ্টার বিধ্বস্ত মেক্সিকোর নৌবাহিনীর, নিহত ১৪