আদিবাসীদের প্রকৃত পূজা ধর্ম “সারনা ধর্ম কোড” লাগু করার দাবি

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ আদিবাসীদের প্রকৃত পূজা ধর্ম “সারনা ধর্ম কোড” লাগু করার দাবি জানিয়ে সারাদেশের সঙ্গে মালদাতে রেল রোকো অভিযান চালালো ঝাড়খন্ড দিশম পার্টির সদস্যরা। পাশাপাশি জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় ওই সংগঠনের নেতাকর্মীরা। রবিবার সকালে গাজোল থানার আদিনা রেল স্টেশনে রেল রোকো অভিযান চালায় ঝাড়খন্ড দিশম পার্টির নেতাকর্মীরা। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ২০২১  সালের জনগণনায় আদিবাসীদের প্রকৃত পূজা ধর্ম “সারনা ধর্ম কোড” চালু করতে হবে । আর তা না হলে আগামী দিনে অনির্দিষ্টকালের জন্য রেল রোকো , জাতীয় সড়ক অবরোধের পথে নামবে আদিবাসীদের এই বৃহৎ সংগঠন ঝাড়খন্ড দিশম পার্টি।

আরও পড়ুন -  চাচা-চাচী এমন কাজ করলেন গ্রামে ক্ষেতের পাশে, ভাইরাল ভিডিও পোস্ট করতেই, Video Watch

রবিবার সকালে ঘন কুয়াশার মধ্যে কয়েকশো কর্মী-সমর্থকদের নিয়েই ঝাড়খন্ড দিশম পার্টির নেতারা আদিনা স্টেশনের রেল লাইনের ওপর বসে পরে । সেখানেই তাদের ধার্মিক বিষয়টি তুলে ধরে। এই বিক্ষোভের খবর পেয়ে রেল পুলিশ, সংশ্লিষ্ট থানার পুলিশ বাহিনী ব্যাপকহারে মোতায়েন করা হয় । কোনরকম ভাবে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকেও নজরদারি চালায় রেল কর্তৃপক্ষ। প্রায় ঘণ্টাখানেক ধরে চলে আদিবাসীদের এই বিক্ষোভ কর্মসূচি । এই অবরোধের জেরে বিভিন্ন স্টেশনে যাত্রীবাহী এবং পণ্যবাহী ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।

আরও পড়ুন -  India-Bangladesh: ভারতকে হারিয়ে বাংলাদেশের সিরিজ জয়, বিজয়ের মাসে

ঝাড়খন্ড দিশম পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি মোহন হাঁসদা বলেন, ২০২১ সালে জনগণনা শুরু হবে ‌ কিন্তু এখনো দেশে আদিবাসীদের ধার্মিক পরিচয় প্রাপ্তি হয় নি। এজন্য গোটা দেশজুড়ে সারনা ধর্ম কোড লাগু করার দাবি শুরু হয়েছে। আদিবাসীদের প্রকৃত পূজা ধর্ম সারনা ধর্ম কোড অবিলম্বে লাগু করা হয়, তারই প্রতিবাদে শুরু হয়েছে বিক্ষোভ, আন্দোলন অবরোধ । এদিনই সেই প্রতিবাদের একটি অঙ্গ হিসাবে রেল রোকো, চাক্কা জামের ডাক দেওয়া হয়েছিল । আদিবাসীদের এই দাবি না মানা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন করার ডাক দেওয়া হবে।

আরও পড়ুন -  Military Exercises: উদ্বেগে যুক্তরাষ্ট্র, রাশিয়ার সামরিক মহড়ায় ভারত-চীন

ছবি ———– গাজোলের আদিনা স্টেশনে ঝাড়খন্ড দিশম পার্টির নেতাকর্মীদের রেল রোকো অভিযান।