সব রাজ্যই জিএসটি রূপায়ণে ঘাটতি মেটাতে অপশন-১ বেছে নিয়েছে

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ ঝাড়খন্ড সাম্প্রতিকতম রাজ্য হিসেবে অপশন-১ বেছে নিয়েছে
• জিএসটি রূপায়ণে ঘাটতি মেটাতে ঝাড়খন্ড বিশেষ ঋণের মাধ্যমে ১৬৮৯ কোটি টাকা পাবে
• অতিরিক্ত ১৭৬৫ কোটি টাকা ঋণ নেওয়ার অনুমতিও দেওয়া হয়েছে ঝাড়খন্ডকে

২৮টি রাজ্য এবং ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলের সবকটি জিএসটি রূপায়ণে রাজস্ব ঘাটতি মেটাতে অপশন-১ বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বাকি ছিল একমাত্র ঝাড়খন্ড। সেও এখন অপশন-১ গ্রহণের কথা জানিয়েছে। বিধানসভা আছে এরকম ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলই যারা জিএসটি পরিষদের সদস্য ইতিমধ্যেই অপশন-১ বেছে নেওয়ার কথা জানিয়েছে।

আরও পড়ুন -  Car New Rules: গাড়ি বাইক নিয়ে রাজ্য সরকারের এই বড় বিজ্ঞপ্তি জেনে নিন, ড্রাইভিং লাইসেন্স

ভারত সরকার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য যারা অপশন-১ বাছবে তারা যাতে জিএসটি রূপায়ণ জনিত ঘাটতির অর্থ ঋণ হিসেবে নিতে পারে তার জন্য বিশেষ ঋণদান ব্যবস্থা করেছে। এটি কার্যকর হয়েছে ২০২০র ২৩ অক্টোবর থেকে। ভারত সরকার ইতিমধ্যেই রাজ্যগুলির তরফে ৩০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে ৫টি কিস্তিতে এবং পাঠিয়ে দিয়েছে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে যারা অপশন-১ বেছে নিয়েছে। এখন ঝাড়খন্ড রাজ্য এই ব্যবস্থার মাধ্যমে পরবর্তী পর্যায়ে টাকা পাবে। পরবর্তী কিস্তির ৬ হাজার কোটি টাকা ৭ই ডিসেম্বর ২০২০ তে দেওয়া হবে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে।

আরও পড়ুন -  Prosenjit-Rituparna: প্রসেনজিৎ ঋতুপর্ণার গোপন কথা ফাঁস করলেন, অভিনেত্রী লজ্জায় পড়লেন

অপশন-১এ শর্তানুযায়ী জিএসটি রূপায়ণ জনিত ঘাটতি মেটাতে বিশেষ ঋণ করার সুবিধা পাওয়ার পাশাপাশি রাজ্যগুলি আত্মনির্ভর অভিযান, ১৭ই মে ২০২০র অধীনে ভারত সরকার অনুমোদিত অতিরিক্ত ২ শতাংশ ঋণের গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট (জিএসডিপি)র ০.৫০% অন্তিম কিস্তি ধার করার শর্তহীন অনুমোদন পাওয়ার যোগ্য। এটি ১.১ লক্ষ কোটি টাকার বিশেষ জানালা ব্যবস্থার অতিরিক্ত। অপশন-১ বেছে নেওয়ার স্বীকৃতিপত্র পাওয়ার পর ভারত সরকার ঝাড়খন্ড রাজ্য সরকারকে অতিরিক্ত ১৭৬৫ কোটি টাকা (ঝাড়খন্ডের জিএসডিপি-র ০.৫০ শতাংশ) ঋণ করার অনুমতি দিয়েছে।

আরও পড়ুন -  চোখ ধাঁধিয়েছে Payal Patil এর নতুন সিরিজ, বাচ্চাদের সামনে ভুলেও চালাবেন না, Video

২৮টি রাজ্যকে অতিরিক্ত ঋণ করার অনুমতি এবং বিশেষ জানালা ব্যবস্থার মাধ্যমে প্রাপ্ত অর্থ যা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে দেওয়া হয়েছে এ পর্যন্ত তা সংলগ্ন করা হল।

পশ্চিমবঙ্গ ০.৫০ শতাংশ অতিরিক্ত ঋণ বাবদ ৬ হাজার ৭৮৭ এবং বিশেষ জানালা ব্যবস্থায় ২৫২.২২ কোটি টাকা পেয়েছে। সূত্র – পিআইবি।