এক যুবতীকে বাগান থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে চন্ডিপুর এলাকা

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ এক যুবতীকে বাগান থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে ইংরেজবাজার থানার কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের চন্ডিপুর এলাকা। অভিযুক্ত ওই ব্যক্তির বিরুদ্ধে গোটা গ্রাম এখন প্রতিবাদে সরব হয়েছেন। অসহায় ধর্ষিতা যুবতীর পাশে দাঁড়িয়েছে গ্রামের মানুষ। অভিযুক্তের বিরুদ্ধে ফাঁসির দাবি তুলে রবিবার সকাল থেকেই চন্ডিপুর এলাকায় বিক্ষোভ দেখান শতাধিক গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের চন্ডিপুর এলাকায়। এই ঘটনার জেরে নির্যাতিতা ওই মহিলার পাশে দাঁড়িয়েছেন গ্রামবাসীরা। পাশাপাশি গত শনিবার অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে গণস্বাক্ষর করে ইংরেজবাজার থানা নালিশ জানিয়েছেন চন্ডিপুর গ্রামের মানুষ। যদিও ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত খালেক মহালদার। পুরো বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন -  উৎসব শেষে বিষাদ

পুলিশ সূত্রে জানা গিয়েছে,  কুড়ি বছর বয়সী ওই যুবতীকে দু’দিন আগেই বাগানে ফাঁকা পেয়ে মুখ চেপে তুলে নিয়ে যায় অভিযুক্ত ব্যক্তি খালেক মহালদার। এরপর তার হাত, পা বেঁধে ধর্ষণ করে বলে অভিযোগ । দীর্ঘক্ষণ নির্যাতনও চালানো হয়। অচৈতন্য অবস্থায় ওই যুবতীকে বাগান থেকে উদ্ধার করেন গ্রামের কিছু মানুষ। আর তারপরেই অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে শুরু হয়েছে এখন ক্ষোভ-বিক্ষোভ।

আরও পড়ুন -  এক বৃদ্ধ, চলন্ত ট্রেনের তলায় পড়ে গিয়েও প্রাণে বাঁচলেন, মুম্বাইয়ের কল্যাণ স্টেশনে !

রবিবার সকাল থেকেই অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে শতাধিক গ্রামবাসীরা চন্ডিপুর গ্রামের রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখিয়েছেন।

নির্যাতিতা ওই যুবতীর মা মুন্নির বেওয়া জানিয়েছেন, অভিযুক্ত খালেক মহালদার এর আগেও এই ধরনের ঘটনা কয়েকজন মহিলার ওপর নির্যাতন এবং ধর্ষণের ঘটনা ঘটিয়েছে। লোকলজ্জার কারণে  প্রতিবাদ করার সাহস পায় নি নির্যাতিতা ওই মহিলারা। এবার তার মেয়েকে নির্যাতন চালিয়ে ধর্ষণ করেছে খালেক মহালদার। তার প্রতিবাদে সোচ্চার হয়েছে গোটা গ্রাম। অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতার না করা হলে সংশ্লিষ্ট এলাকার রাজ্য সড়ক অবরোধ এবং বিক্ষোভ শুরু হবে। 

আরও পড়ুন -  সকলের মঙ্গল কামনা করে মন্দিরে পুজো দিয়ে দেওয়াল লিখনে অংশ নিলেন

কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান  মন্টু ইসলাম জানিয়েছেন, অভিযুক্ত খালেক মহালদার এর আগেও এই ধরনের ঘটনা ঘটিয়ে গ্রাম থেকে পালিয়ে গিয়েছিল। এরপর সে আবার ফিরে এসেছে। আর গ্রামের এক যুবতীকে নির্যাতন চালিয়ে ধর্ষণ করেছে। অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে এখন গোটা গ্রাম ক্ষোভে ফুঁসছে। রবিবারও এলাকায় বিক্ষোভ দেখানো হয়। এব্যাপারে লিখিত অভিযোগ জানানো হয়েছে।

ইংরেজবাজার থানার আইসি মদন মোহন রায় জানিয়েছেন, ধর্ষণের ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির খোঁজ চালানো হচ্ছে।