আগামী ২ ডিসেম্বর থেকেই পূর্ব রেলের আসানসোল ডিভিশনে শুরু হতে চলেছে ট্রেন চলাচল

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ আগামী ২ ডিসেম্বর থেকেই পূর্ব রেলের আসানসোল ডিভিশনে শুরু হতে চলেছে ট্রেন চলাচল ৷ করোনা সংক্রমণ পরিস্থিতিতে মার্চ মাস থেকেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় ৷ এরপর নিউ নর্মাল পরিস্থিতিতে রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুসারে কলকাতা ও লাগোয়া এলাকায় বিশেষত বর্ধমান পর্যন্ত ১১ নভেম্বর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হলেও আসানসোল থেকে বর্ধমান বা কলকাতা অভিমুখি কোনো ট্রেন চলাচল শুরু হয়নি ৷ এর ফলে শিল্পাঞ্চলের নিত্যযাত্রী ও ব্যবসায়ী মহলে ক্ষোভের সঞ্চার হয় ৷ বিভিন্ন সামাজিক সংস্থা ও রাজনৈতিক দলের পক্ষ থেকেও বিক্ষোভ দেখানো হয় আসানসোল ডিআরএম অফিসে ৷ শেষ পর্যন্ত রেল মন্ত্রক ও পূর্ব রেলের সিদ্ধান্ত অনুসারে আগামী ২ ডিসেম্বর ট্রেন চলাচল শুরু হতে চলেছে আসানসোল ডিভিশনে ৷ এদিন এক প্রেস বিজ্ঞপ্তিতে পূর্ব রেল ঘোষণা করেছে আসানসোল বিভাগে ২২ টি ট্রেন ও মালদা বিভাগে ২ ট্রেন চলাচল শুরু হবে ৷ এছাড়াও হাওড়া বিভাগে ৩০ টি যাত্রীবাহী ট্রেন চলাচল করবে ৷ আসানসোল বিভাগে ২২ টি ট্রেনের মধ্যে ৮ টি ট্রেন বর্ধমান আসানসোল বিভাগে, অণ্ডাল সাইথিঁয়া বিভাগে ৪ টি, আসানসোল ধানবাদ বিভাগে ৪ টি ও আসানসোলের ৪ টি ট্রেন জশিডি ঝাঁঝা বিভাগ ও দুটি যাত্রী বাহী ট্রেন অণ্ডাল জশিডি বিভাগে চলাচল করবে ৷

আরও পড়ুন -  Chhattisgarh: ১০ পুলিশসহ নিহত ১১, ছত্তিশগড়ে মাওবাদী হামলায়