আর্মি গার্ড ব্যাটেলিয়নের আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে রাষ্ট্রপতি

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ আজ (২৮ নভেম্বর ২০২০) রাষ্ট্রপতি ভবনে আর্মি গার্ড ব্যাটেলিয়নের আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর গার্ড ব্যাটেলিয়ন হিসেবে ফাস্ট গোর্খা রাইফেল্সের সাড়ে তিন বছরের মেয়াদ শেষে আজ ষষ্ঠ শিখ রেজিমেন্ট আনুষ্ঠানিকভাবে গার্ড ব্যাটেলিয়নের দায়িত্ব গ্রহণ করেছে।

আরও পড়ুন -  নির্ঝঞ্ঝাটে ডিজিটাল লাইফ সার্টিফিকেট নিবন্ধীকরণের মধ্য দিয়ে বন্দরের পেনশন ভোগীদের তথ্য যাচাই

সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ইউনিট রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিকভাবে সেনারক্ষী হিসেবে দায়িত্ব পালন করে। এছাড়াও আর্মি গার্ড ব্যাটেলিয়ন একাধিক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এরমধ্যে রয়েছে রাষ্ট্রপতি ভবনে আগত বিশিষ্ট অতিথিদের গার্ড অফ অনার সহ প্রজাতন্ত্র দিসবের কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ প্রভৃতি।

আরও পড়ুন -  New Year: নববর্ষ উদযাপন পরিকল্পনায় ওমিক্রনের ধাক্কা

ফাস্ট গোর্খা রাইফেল্সের পঞ্চম ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার এবং শিখ রেজিমেন্টের ষষ্ঠ ব্যাটেলিয়নের কমান্ডিং আধিকারিকরা আজ রাষ্ট্রপতির সঙ্গে মিলিত হবেন। রাষ্ট্রপতি ফাস্ট গোর্খা রাইফেল্সের আর্মি গার্ড হিসেবে মেয়াদ শেষ হওয়া পঞ্চম ব্যাটেলিয়নের সেনানীদের সঙ্গেও মতবিনিময় করবেন। সূত্র – পিআইবি।

আরও পড়ুন -  একটি চলন্ত ওলা গাড়িতে আগুন