তালা ভেঙে এক গৃহস্থবাড়িতে চুরি

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ চুরির ঘটনা ঘটলো শহরে। পাঁচিল টপকে ভেতরে ঢুকে তালা ভেঙে এক গৃহস্থবাড়িতে চুরি। নগদ চল্লিশ লক্ষাধিক টাকা চুরি। বৃহস্পতিবার সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদা শহরের এক নম্বর গভমেন্ট কলোনি এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

আরও পড়ুন -  International Calcutta Book Fair: ৪৫তম আন্তর্জাতিক কলকাতা বই মেলা অনুষ্ঠিত হবে, যার উদ্বোধন আগামী ৩১শে জানুয়ারি ২০২২

জানা গেছে ওই এলাকার বাসিন্দা কুনাল কান্তি চৌধুরী। ছট পুজো উপলক্ষে সপরিবারে তারা তুলসিহাটা গ্রামের বাড়ি গিয়েছিলেন। আজ শহরের ভাড়া বাড়িতে ফিরে তারা দেখতে পান তালা ভাঙ্গা ঘরের জিনিসপত্র লন্ড ভন্ড। এরপর খবর দেওয়া হয় ইংরেজবাজার থানায় ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। জানা গেছে নগদ ৪০০০০ টাকা একটি কম্পিউটার দুটি সোনার দুল চুরি করে নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন -  Lord Birsa Munda's birthday: ভগবান বীরসা মুন্ডার জন্মদিন ১৫ নভেম্বরকে জনজাতিয় গৌরব দিবস হিসেবে ঘোষণা