শীতের সময় যৌন কর্মীদের পল্লীতে গরম বস্ত্র বিতরণ

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ আজ সীতারামপুরের লছিপুরে এক অনাড়ম্বর অনুষ্ঠানে একশো তিরিশ জন বয়স্কা যৌনকর্মীকে শীতের শাল প্রদান করলেন WOMEN OF SITARAMPUR নামে আমেরিকার ভার্জিনিয়া প্রদেশে ফেয়ারফ্যাক্স শহরের প্রবাসী ভারতীয় মহিলাদের এক সংস্থা ৷ এই সংস্থার প্রধান আসানসোল শহরের গৃহবধূ দেবযানী সরকার আমেরিকা থেকে ফোনে জানালেন, বর্তমান করোনা আবহে এই অঞ্চলের মহিলারা জীবনধারণের জন্য প্রতিনিয়ত লড়াই করে চলেছেন। তাদের জন্য এই শীতে সামান্য উষ্ণতার ছোঁয়া দেবার চেষ্টা করলাম ৷

আরও পড়ুন -  Princess Diana: প্রিন্সেস ডায়নার গাড়ি, সাড়ে ৬ লাখ পাউন্ডে বিক্রি হলো

স্কুল শিক্ষক বিশ্বনাথ মিত্র এই প্রসঙ্গে জানাই, লকডাউনের পরবর্তী সময়েও এখানকার যারা বয়স্কা যৌনকর্মী, তাদের অবস্থা অত্যন্ত শোচনীয় ৷ তারা অনুরোধ করেছিলেন শীতের গরম পোষাক দিতে। তাদের ইচ্ছেকে মান্যতা দিয়ে দেবযানীদেবীরা এই বাবদ ১৮ হাজার টাকা পাঠিয়ে দিয়েছেন ৷*

আরও পড়ুন -  মহামেডান ক্লাবের স্বপ্ন অধরা

দিশা জনকল্যাণ কেন্দ্রের কর্মকর্তা রজনী দাশ বলেন, আজ জগদ্ধাত্রী পুজোয় মেয়েদের গরমের পোষাক দিতে পেরে ভাল লাগছে ৷
এই অনুষ্টানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ দাশ, অতনু চক্রবর্তী, অভিষেক ঠাকুর সহ আরো অনেকে।

আরও পড়ুন -  ‘স্বামী না থাকলে নিজের অস্তিত্বের জন্য লড়তে হয়’, সুপার ডান্সারের মঞ্চে শিল্পার বক্তব্য