‘লুডো’

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ চরিত্রের প্রয়োজনে কেউ কেউ সাহসী সিনে দুর্দান্ত পারফর্মও করছেন।

বলিউড অভিনেত্রী সানায়া মালহোত্রা প্রথমবার যৌন ‍দৃশ্যে অভিনয় করতে গিয়ে কতটা ভয় পেয়েছিলেন, সেটা জানালেন নিজ মুখেই। সম্প্রতি এ অবিনেত্রীর ‘লুডো’ ছবিটি মুক্তি পেয়েছে। সেই ছবিতে অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে একটি যৌন দৃশ্যে ক্যামেরার সামনে অভিনয় করেছেন সানায়া।

আরও পড়ুন -  Web Series: নেট জগতে আবার ঝড় তুলেছে রোমান্সে ভরপুর এই ওয়েব সিরিজটি, বাচ্চাদের সামনে একদম দেখা যাবে না

ছবিটির গল্পে আদিত্য ও সানায়া প্রেমিক-প্রেমিকা। তাদের সেই যৌন দৃশ্য প্রসঙ্গে এক সাক্ষাৎকারে সানায়া বলেন, ‘যদি চিত্রনাট্যে প্রয়োজন হয়, তবে এ ধরনের দৃশ্যে অভিনয় করতে আমার কোনও আপত্তি নেই। প্রথমবার ভীষণ ভয় পেয়েছিলাম, খুব স্বস্তিকর ছিল না মুহূর্তটি। দ্বিধা ছিল, নার্ভাস ছিলাম। শুটিং সেটে অনেকেই ছিল। লাইট-ক্যামেরার সামনে এমন দৃশ্যে অভিনয় করতে শরীর কাঁপছিল।’

আরও পড়ুন -  Namak: দেখুন মুসকান আগারওয়ালের ‘নামাক’, উল্লুর এই সিরিজ, একদম একলা দেখবেন

আদিত্যের সঙ্গে এই দৃশ্যটি করা প্রসঙ্গে সানায়া বলেন, ‘ওর সঙ্গে আমার ঠিক পরিচয়ও ছিল না। কিন্তু আদিত্য আমার বিপরীতে অভিনয় করছেন, এটি শুনে খুশি হয়েছিলাম। আদিত্য খুব ভালো অভিনেতা, দেখতেও অনেক সুন্দর।’

আরও পড়ুন -  Oscar: অস্কার জিতল ‘নাটু নাটু’, প্রথম ভারতীয় গান

হাসির বৃষ্টি নামিয়ে সানায়া বলেন, ‘এরকম ভালো ও সুদর্শন অভিনেতার সঙ্গে কে অভিনয় করতে চাইবে না? আমি খুশি, আমার বন্ধুরা আরও বেশি খুশি।’

‘লুডো’ ছবিটি গত ১২ নভেম্বর মুক্তি পেয়েছে।