চুরি যাওয়া মোবাইল সহ দুইজনকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ চুরি যাওয়া মোবাইল সহ দুইজনকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ।ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় প্রায় ৫০ টি নামিদামি কোম্পানির মোবাইল। যার বাজারমূল্য প্রায় ৪ লক্ষ টাকা।

আরও পড়ুন -  Malai Web Series: লজ্জার সীমা পার শারীরিক চাহিদা পূরণ করতে অতিক্রম করলেন অঙ্কিতা সিং, রাতে ঘুম নেই পুরুষ নেট ভক্তদের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম, সাহেব দাস(২৩)। বাড়ি হবিপুর থানা এলাকায়। অন্যজনের নাম,দেবব্রত সরকার (২৫)। বাড়ি ইংরেজবাজার থানার গয়েশপুর এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ২ তারিখে মালদা শহরের রবীন্দ্র এভিনিউ এলাকায় একটি মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটে। এরপর তদন্তেনেমে ইংরেজবাজার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হবিবপুর এলাকা থেকে দুই জনকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে পুলিশ উদ্ধার করে প্রায় ৫০ টি নামিদামি কোম্পানির মোবাইল।
মঙ্গলবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হবে।

আরও পড়ুন -  Vande Bharat Express, ৪০টি শহরে ছুটবে স্বাধীনতার ৭৫ বছরে, উদ্যোগী ভারতীয় রেলওয়ে