কর্মচারী পেনশন প্রকল্পে আওতাভুক্ত পেনশন ভোগীদের ডিজিটাল জীবন শংসাপত্র জমা দেওয়ার একাধিক বিকল্প সুবিধা চালু

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ কর্মচারী পেনশন প্রকল্প (ইপিএস,৯৫)এর আওতাভুক্ত পেনশন ভোগীদের পেনশন তোলার জন্য প্রত্যেক বছর জীবন প্রমাণপত্র/ডিজিটাল জীবন শংসাপত্র জমা দিতে হয়। কোভিড-১৯ মহামারীর বর্তমান পরিস্থিতিতে পেনশনভোগীদের বাড়ির কাছাকাছি বা দোরগোড়ায় এই ডিজিটাল জীবন শংসাপত্র জমা দেওয়ার জন্য একাধিক বিকল্প সুবিধা চালু করেছে এমপ্লয়িজ প্রভিডেন্ড ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও) বা কর্মচারী ভবিষ্যৎ নিধি সংস্থা। মূলত কর্মচারী পেনশন প্রকল্পে আওতাভুক্ত পেনশন ভোগীদের জন্যই এই সুবিধা চালু করা হয়েছে। ইপিএফও-র ১৩৫টি আঞ্চলিক কার্যালয় এবং ১১৭টি জেলা কার্যালয় ছাড়াও কর্মচারী পেনশন প্রকল্পের আওতাভুক্ত পেনশনভোগীরা বর্তমানে যে ব্যাঙ্কের শাখা থেকে পেনশন তোলেন সেখানে ও নিকটস্থ ডাকঘরে তাদের ডিজিটাল জীবন শংসাপত্র জমা দিতে পারবেন। এমনকি দেশব্যাপি ছড়িয়ে থাকা ৩.৬৫ লক্ষ কমন সার্ভিস সেন্টারেও এই শংসাপত্র জমা দেওয়া যেতে পারে। পাশাপাশি উমঙ্গ অ্যাপ ব্যবহার করেও পেনশনভোগীরা তাদের ডিজিটাল জীবন শংসাপত্র জমা দিতে পারবেন।

আরও পড়ুন -  নুনিবুড়ি ঘাটে শ্রাদ্ধকাজ করতে গিয়ে তলিয়ে মৃত এক

বর্তমানে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক (আইপিপিবি) পেনশনভোগীদের সুবিধার্থে দোরগোড়ায় ডিজিটাল জীবন শংসাপত্র জমা দেওয়ার পরিষেবা চালু করেছে। এই পরিষেবার মাধ্যমে কর্মচারী পেনশন প্রকল্পের আওতাভুক্ত পেনশনভোগীরা এখন নামমাত্র ফি প্রদানের সাহায্যে তাদের ডিজিটাল জীবন শংসাপত্র অনলাইনে জমা দিতে পারবেন। নিকটস্থ ডাকঘরের একজন পোস্টম্যান বা ডাকহরকরা পেনশনভোগীর সঙ্গে সাক্ষাৎ করবেন এবং পেনশন ভোগীদের বাড়িতেই ডিজিটাল জীবন শংসাপত্র প্রদান প্রক্রিয়া সম্পন্ন করবেন। নতুন নির্দেশিকা অনুযায়ী কর্মচারী পেনশন প্রকল্পের আওতাভুক্ত পেনশনভোগীরা এখন বছরের যেকোন সময় তাদের ডিজিটাল জীবন শংসাপত্র জমা করতে পারেন। তবে যে সময় জমা করবেন সেই সময় থেকে এক বছর পর্যন্ত তার বৈধতা থাকবে। যেসব পেনশনভোগীদের চলিত বছরের জন্য পেনশন পেমেন্ট অর্ডার জারি হয়েছে, তাদেরকে আর নতুন করে এক বছরের মধ্যে জীবন প্রমাণপত্র জমা করার প্রয়োজন নেই।

আরও পড়ুন -  VIDEO: নৃত্য পরিবেশন সুন্দরীর প্রকৃতির সাথে, ‘পাতলি কামারিয়া’, নেটজনতা ভরাল প্রশংসায়

প্রবীণ নাগরিকদের কথা চিন্তা করে কোভিড-১৯ এই মহামারীর কঠিন পরিস্থিতিতে কর্মচারী পেনশন প্রকল্পের আওতাভুক্ত পেনশনভোগীদের সময়মতো পেনশন প্রদান সুনিশ্চিত করা এবং দোরগোড়ায় পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। এই উদ্যোগ গ্রহণের ফলে দেশের প্রায় ২১ লক্ষ বিধবা/বিধবা, শিশু সহ ৬১ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন। সূত্র – পিআইবি।

আরও পড়ুন -  পুরুষের বন্ধ্যত্বের সমস্যা