প্যারা মিলিটারি পরীক্ষাথীদের বিক্ষোভ

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ প্যারা মিলিটারি পরীক্ষাথীর বিক্ষোভ। ۔۔۔আসানসোল কুলটি ۔۔প্যারা মিলিটারি ২০১৮ সালের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর দু বছর পেরিয়ে গেলেও এখনো নিয়োগ প্রক্রিয়া শুরু না হওয়ায় সারা দেশের পাশাপাশি পশ্চিম বর্ধমানের কুলটি কেসিসি ময়দানে অবস্থান বিক্ষোভ দেখলো প্যারা মিলিটারি পরীক্ষায় উত্তীর্ণ প্রায় ৫০ জন পরীক্ষাথীরা।

আরও পড়ুন -  প্রেমের জ্বালায় পাগল মোনালিসা প্রবল বৃষ্টি দেখে, এই জুটির রোম্যান্স দেখে নেট ভক্তরা দিশেহারা VIDEO

বিক্ষোভকারীদের বক্তব্য ২০১৮ সালের প্যারা মিলিটারি ফর্ম ফিলাপ করে আমরা লিখিত পরীক্ষা সহ সব পরীক্ষায় পাস করেছি কিন্তু তিন বছর পার হয়ে গেলেও এখন নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি। এই নিয়োগের একটি বয়সের সময় সিমা রয়েছে আমাদের মধ্যে অনেকের বয়স হয়তো পার হয়েছে বা হয়ে যাবে তাই আমরা সরাষ্ট মন্ত্রীর কাছে আবেদন করছি যাতে এই নিয়োগ প্রক্রিয়া তাড়াতাড়ির মধ্যে শুরু হয়ে যায়।

আরও পড়ুন -  Arpita Mukherjee: আলিপুর জেলে নতুন ইনিংস অর্পিতার, অতীত এখন পার্থ