খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ ভারতের প্রতিযোগিতা কমিশন (সিসিআই) ২০০২-এর প্রতিযোগিতা আইনের ৩১(১) ধারার আওতায় গুগল ইন্টারন্যাশনাল এলএলসি (জিআইএল) সংস্থাকে জিও প্ল্যাটফর্মস লিমিটেডের (জেপিএল) ৭.৭৩ শতাংশ ইক্যুইটি শেয়ার মূলধন অধিগ্রহণ প্রস্তাবে অনুমতি দিয়েছে। গুগল এলএলসি-র একটি সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী সংস্থা হল জিআইএল। গুগল এলএলসি একটি ডেলাওয়ের লিমিটেড সংস্থা এবং এটি অ্যালফাবেট ইঙ্ক সংস্থার সম্পূর্ণ মালিকাধীন সহযোগী প্রতিষ্ঠান। জিআইএল একটি হোল্ডিং কোম্পানি এবং এই সংস্থা গুগলের পরিষেবা বা অন্যান্য পণ্যসামগ্রীর কোনটিই পরিচালনার দায়িত্ব নেই।
অন্যদিকে, জিও প্ল্যাটফর্মস লিমিটেড বা জেপিএল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একটি সহযোগী সংস্থা। এই সংস্থার কাছেই ইক্যুইটি শেয়ার মূলধনের বেশিরভাগ অংশীদারিত্ব রয়েছে। জেপিএল ও তার সহযোগী সংস্থাগুলি প্রাথমিকভাবে বিভিন্ন ধরনের ডিজিটাল পরিষেবা ও পণ্য যেমন ওয়্যারলেস, হোম ব্রডব্যান্ড, এন্টারপ্রাইজ ব্রডব্যান্ড সার্ভিসেস, টেলি-যোগাযোগ পরিষেবা, মোবাইল অ্যাপ্লিকেশন, বিভিন্ন ধরনের ডিজিটাল প্ল্যাটফর্ম এবং ই-কমার্স সংস্থাগুলিকে ব্যাকএন্ড প্রযুক্তিগত পরিষেবা দিয়ে থাকে। এছাড়াও সংস্থাটি বিভিন্ন ধরনের সফটওয়্যার ও প্রযুক্তিগত পরিষেবা প্রদানের সঙ্গেও যুক্ত।
প্রতিযোগিতা কমিশনের এ সংক্রান্ত বিস্তারিত নির্দেশ শীঘ্রই জারি হবে। সূত্র – পিআইবি।