পশ্চিমবঙ্গ সরকারের হোম ডিপার্টমেন্টের নতুন নির্দেশিকা

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ পশ্চিমবঙ্গ সরকারের হোম ডিপার্টমেন্টের নতুন নির্দেশিকা অনুযায়ী মালদা কন্টনমেন্ট জন তথা ইংরেজবাজার এবং পুরাতন মালদা পৌরসভা এলাকায় নিত্য প্রয়োজনীয় সামগ্রী মাছ মাংস সবজি সকাল ১১ টা থেকে খোলা থাকবে। এই মর্মে মালদা চেম্বার অব কমার্সের সম্পাদক জয়ন্ত কুন্ডু জানান পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শহরজুড়ে মাইকিং করা হচ্ছে তাতে বলা হচ্ছে বিগত দিনে যে ধরনের লক ডাউনের নিয়ম লাগু ছিল সেই ধরনের নিয়মই লাগু থাকছে ইংরেজবাজার এবং পুরাতন মালদা পৌরসভা এলাকায়। সকাল এগারোটা পর্যন্ত এসেন্সিয়াল কমিডিটি এবং
শাকসবজি ও মাছ মাংসের দোকান খোলা থাকবে বাকি সমস্ত দোকান বন্ধ থাকবে। আগামী ১৯ তারিখ পর্যন্ত এই নিয়ম চালু থাকবে বলেও জানান তিনি। বিষয়টি সর্বস্তরের ব্যবসায়ী এবং সর্বসাধারণের উদ্দেশ্যে বার্তা প্রেরণের জন্য জয়ন্ত বাবু মুখোমুখি হন সাংবাদিকদের।

আরও পড়ুন -  ‘ মৌচাক ’ ভেঙ্গে মধু খেতে পারবেন ঠাকুরপোরা! অন্তরঙ্গ দৃশ্যে মনামী ঘোষ