প্রধানমন্ত্রী জেএনইউ ক্যাম্পাসে ১২ই নভেম্বর স্বামী বিবেকানন্দের মূর্তির উন্মোচন করবেন

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১২ই নভেম্বর সন্ধ্যা ৬-৩০ মিনিটে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ক্যাম্পাসে স্বামী বিবেকানন্দের পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করবেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

আরও পড়ুন -  Chittagong Test: টাইগারদের জয়ের জন্য প্রয়োজন, আরও ৪৭১ রান

স্বামী বিবেকানন্দের দর্শন ও শিক্ষা দেশের যুব সম্প্রদায়ের কাছে আজও প্রাসঙ্গিক। তিনি শুধু ভারতের নয়, বিশ্বের লক্ষ লক্ষ মানুষের অনুপ্রেরণার উৎস এবং ভারত তাঁর জন্য গর্বিত। প্রধানমন্ত্রী সবসময়েই বলেছেন, স্বামী বিবেকানন্দের আদর্শ স্বামীজির জীবদ্দশার মতো আজও সমানভাবে প্রাসঙ্গিক। শ্রী মোদী মনে করেন, জনসাধারণের সেবা করতে এবং দেশের যুব সম্প্রদায়ের ক্ষমতায়নের জন্য শারীরিক, মানসিক ও আধ্যাত্মিকভাবে শক্তিশালী হওয়া প্রয়োজন। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। ভারতের সমৃদ্ধি ও শক্তির উৎস দেশের নাগরিকরা, আর তাই, ক্ষমতায়নের মধ্য দিয়ে আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্য পূরণ হবে। সূত্র – পিআইবি।

আরও পড়ুন -  Prithvi Shaw: ৮ জনের বিরুদ্ধে দায়ের হলো FIR, ক্রিকেটার পৃথ্বী শ-র গাড়িতে হামলা