বিশ্ব বাংলা সেরা পুজো স্বীকৃতি

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ মঙ্গলবার নবান্ন সভা কক্ষ থেকে বিশ্ব বাংলা সেরা পুজো স্বীকৃতি ভার্চুয়াল মোডে প্রদান করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সাথে সাথে পশ্চিম বর্ধমান জেলায় মোট ১২ টি পুজো কমিটিকে বিশ্ব বাংলা সেরা স্বীকৃতি দেওয়া হয়। এক্ষেত্রে আসানসোল মহকুমাতে ৪(চারটি) এবং দুর্গাপুর মহকুমাতে ৮ টি পুজো কমিটিকে এই স্বীকৃতি দেওয়া হয়। জেলা শাসকের সভা কক্ষে এই পুরস্কার বিতরণী সভায় পুজো কমিটি কর্মকর্তাদের হাতে সেরা স্বীকৃতি তুলে দেন জেলা শাসক পূর্ণেন্দু মাজি,পুলিশ কমিশনার সুকেশ কুমার জৈন,দুর্গাপুর কর্পোরেশনের মেয়র দিলীপ আগস্তি।অনুষ্ঠানের শেষে জেলাশাসক পূর্ণেন্দু বাবু এই স্বীকৃতি প্রসঙ্গে বলেন জেলায় মোট চারটি বিষয়ের ওপর লক্ষ রেখেই এই স্বীকৃতি দেওয়া হয়। এছাড়াও তিনি সাধারণ মানুষদের দ্বীপবলির শুভেচ্ছা দেওয়ার পাশাপাশি কালি পুজো ও দ্বীপবলিতে কেও বাজি ফাটাবেন না।

আরও পড়ুন -  Film: সংগীত নির্ভর ছবি "মাঝবয়সী", সুজাতা সদনে মুক্তি পেলো