খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ সাত মাস পর রাজ্যের বুকের চলতে শুরু করবে ট্রেনের চাকা। লকডাউন এর জেরে দীর্ঘ সাত মাস ধরে ব’ন্ধ রয়েছে লোকাল ট্রেন পরিষেবা। রাজ্যের অধিকাংশ মানুষের জীবন এবং জীবিকা নির্ভর করে লোকাল ট্রেনের উপরে। কাজেই সেই সমস্ত মানুষগু’লি পড়েছে চরম ভো’গা’ন্তি’তে। এর আগে বিভিন্ন স্টেশনে লোকাল ট্রেন চালু করার দাবি নিয়ে সরব হয়েছেন সাধারণ যাত্রীরা।
সাথে রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা মন্ত্রীরা। সেই দাবি কে সম্মতি জানিয়ে আবার লোকাল ট্রেন পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিল ভারতীয় রেল এবং রাজ্য সরকার। আমরা জানি বেশ কিছুদিন আগে লোকাল ট্রেন পরিষেবা চালু করা নিয়ে ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছিল যে রাজ্য সরকারের তরফ থেকে সবুজ সঙ্কেত মিলে লোকাল ট্রেন চালাতে প্রস্তুত ভারতীয় রেল।
এবার সেই সবুজ সঙ্কেত মিলল রাজ্য সরকারের তরফ থেকে । আগামী বুধবার থেকে দৌড়াতে শুরু করবে লোকাল ট্রেন। এমনটাই জানানো হচ্ছে সূত্রের খবর। তবে লোকাল ট্রেন চালু করার আগে এতদিন ধরে ব’ন্ধ করে থাকা ট্রেন গু’লি কে ভালো মতন স্যানিটাইজার ব্যবস্থা করছে। এর পাশাপাশি দফায় দফায়। হচ্ছে বৈঠক । টাইমটেবিল নিয়ে বেশ কিছুটা পরিবর্তন এনেছে রাজ্য সরকার। পুরনো টাইমটেবিল ট্রেন গুলি চলবে ঠিকই কিন্তু নতুন বেশ কিছু সংযোজন করা হয়েছে।
হাওড়া এবং শিয়ালদা ডিভিশন মিলে মোট ৩৬২ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয় ভারতীয় রেল এবং পূর্ব রেল।
১)রাত ২.৪০: হাওড়া-মেদিনীপুর প্রথম লোকাল। ২)রাত ৩: খড়গপুর থেকে ছাড়বে হাওড়ার প্রথম লোকাল।
৩)রাত ৩.০৫: পাঁশকুড়া থেকে ছাড়বে হাওড়ার প্রথম লোকাল।
৪)ভোর ৪.০৫: মেদিনীপুর থেকে ছাড়বে হাওড়ার আসার প্রথম লোকাল।
৫)ভোর ৪.২০: মেচেদা থেকে হাওড়া যাবে প্রথম লোকাল।
৬)সন্ধে ৭.১৫: মেদিনীপুর থেকে হাওড়ার শেষ লোকাল।
৭) রাত ৮.১৮: পাঁশকুড়া থেকে হাওড়ার শেষ লোকাল।
৮)রাত ৮.৪৮: হাওড়া থেকে খড়গপুরের শেষ লোকাল।
৯)রাত ৮.১৫: হাওড়া থেকে মেদিনীপুরের শেষ লোকাল।
১০)দিঘা, শালিমার, আমতা, সাঁতরাগাছি থেকে ৬২টি লোকাল।
১১)হাওড়া থেকে মেদিনীপুরের জন্য ১৩ জোড়া লোকাল।
১২)হাওড়া থেকে খড়গপুরের মধ্যে চলবে ৪ জোড়া লোকাল।
১৩)হাওড়া থেকে পাঁশকুড়ার মধ্যে চলবে ৯ জোড়া লোকাল।
১৪)হাওড়া থেকে মেচেদার মধ্যে চলবে ৫ জোড়া লোকাল।