সারেঙ্গা ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মিলনী

Published By: Khabar India Online | Published On:

সাধন কুমার মণ্ডল, খবরইন্ডিয়াঅনলাইন, বাঁকুড়াঃ সারেঙ্গা ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সারেঙ্গায় আজ বিজয়া সম্মিলনী ও কর্মীসভা অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী মৌ সেনগুপ্ত সহ সারেঙ্গা ব্লকের তৃণমূল নেতৃত্ব। পুজোর পরে আজকের এই অনুষ্ঠান বলে বিজয়া সম্মেলনী বলা হলেও তা আসলে আগামী একুশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের বিপুল ভোটে জয়লাভ করানোর উদ্দেশ্যেই এই শিবির বলে স্বীকার করে নিয়েছেন নেত্রী মৌ সেনগুপ্ত। এক সাক্ষাতকারে তিনি বলেন আগামী একুশের বিধানসভা নির্বাচনে আমাদের মেয়েরা কিভাবে অংশগ্রহণ করবে তার রূপরেখা তৈরি করা হল আজ।

আরও পড়ুন -  অবৈধখাদান ডোজারিং করে বন্ধ করা হলো

দীর্ঘ পঁয়ত্রিশ বছরের বাম শাসনে মেয়েরা কোন রকম স্বাধীনতা পায়নি কোন রকম সুযোগ-সুবিধা পায়নি তারা। আজ মা মাটি মানুষের সরকারের মমতাময়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন উন্নয়নমুখী প্রকল্পের মাধ্যমে মহিলারা স্বাবলম্বী হচ্ছেন, তাই আগামী একুশে আবার মমতা বন্দোপাধ্যায় কে মুখ্যমন্ত্রী হিসাবে পেতে চায় মহিলারা।

আরও পড়ুন -  বিষ্ফোরক অনুরাধা রায়, বড়পর্দায় সুযোগ না পাওয়া নিয়ে

আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন বিরোধীরা একটু-আধটু মাথাচাড়া দিবে তাতে ভাবার কিছু নেই,, তারা কখনোই মানুষের পাশে থাকে না দীর্ঘ কয়েক মাস ধরেই করোনার কারণে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন মা মাটি মানুষের সরকারের সৈনিকরা। আমাদের মেয়েরা ও মায়েরা। তাই আমাদের নারীশক্তিকে জাগ্রত রাখতে হবে। আজকের এই সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু, রায়পুর বিধানসভার বিধায়ক বীরেন্দ্রনাথ টুডু, সারেঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মিশ্র, সারেঙ্গা গ্রাম পঞ্চায়েত প্রধান কৃষ্ণা দত্ত, সারেঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি আলপনা লোহার প্রমূখ।

আরও পড়ুন -  Greece: ভয়াবহ দাবানল গ্রিসে, মানুষ বাড়িঘর ছেড়ে পালাচ্ছে