সাধন কুমার মণ্ডল, খবরইন্ডিয়াঅনলাইন, বাঁকুড়াঃ গতকাল বাঁকুড়া পুয়াবাগানের চৌরাস্তা মোড়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে মূর্তিতে মালা দিয়ে বিরসা মুন্ডা বলে সম্মান জানিয়েছিলেন সেটি আসলে একটি প্রতীকী শিকারি ছবি মাত্র বলে অভিযোগ করলেন চতুর্ডিহি গ্রামের মাঝি অমূল্য হাঁসদা। তিনি বলেন এই মূর্তিটি বিরসা মুন্ডার নয় এই মূর্তিটিকে বিরসা মুন্ডার নাম করে স্বরাষ্ট্রমন্ত্রী মালা দিয়েছেন তাই এই মূর্তিটি কলুষিত হয়েছে বলে তারা মনে করেন আর সেকারণেই তারা আজ গঙ্গাজল আর দুধ দিয়ে মূর্তি শোধন করলেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মন্ত্রী শ্যামল সাঁতরা। বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু, মেন্টর অরূপ চক্রবর্তী সহ তৃণমূল নেতৃত্ব। জেলা সভাপতি শ্যামল সাঁতরা বলেন ভগবান পরিবর্তনের খেলায় মেতেছে বিজেপি। বিরসা মুন্ডার নামে যে মূর্তিতে মালা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সেটি উনার নয় সেটি একটি সৌন্দর্যায়নের জন্য এক শিকারি ছবিমাত্র। উনি বাংলার কৃষ্টি ও সংস্কৃতি সম্পর্কে ওয়াকিবহাল নন। পুরোটাই ভোট সর্বস্ব। মেকি প্রেম দেখিয়ে মূর্তিকে অপবিত্র করা হয়েছে তাই মূর্তিটি গঙ্গা জল দিয়ে তারা শুদ্ধ করলেন বলে দাবি করেন। বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু বলেন বিরসা মুন্ডা কে আমরা ভগবান রুপে পূজা করি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটি মডেলে মালা দিয়ে বিরসা মুন্ডা কে অপমান করেছেন তিনি আদিবাসী সমাজ কে অপমান করেছেন এর বিরুদ্ধে আমরা তীব্র আন্দোলন শুরু করব। মৃত্যুঞ্জয় মুর্মু আদিবাসী ভাষায় এই অপমানের প্রতিবাদ মঞ্চ গড়ে তোলার আহ্বান জানান। শুদ্ধিকরণ অনুষ্ঠানে আদিবাসী ভাষাতেই প্রতিবাদে গর্জে ওঠেন রায়পুর এর বিধায়ক বীরেন্দ্রনাথ টুডু। আজকের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রায়পুর বিধানসভার বিধায়ক বীরেন্দ্রনাথ টুডু, বাঁকুড়ার বিধায়ক শম্পা দরিপা, পর্যবেক্ষক সুব্রত দরিপা, জেলা তৃণমূল মুখপাত্র দিলীপ আগরওয়াল প্রমূখ।
প্রতীকী শিকারি ছবি মাত্র বলে অভিযোগ করলেন চতুর্ডিহি গ্রামের মাঝি অমূল্য হাঁসদা
Published By: Khabar India Online |
Published On: