ফুটবলার ম্যারাডোনা হাসপাতালে ভর্তি

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ ফুটবলার ডিয়েগো ম্যারাডোনার অস্ত্রোপচার করা হয়েছে। মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় কারণে তার এই অস্ত্রোপচার করা হয়।
গত সোমবার রাতে হঠাৎ করেই তাকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে।

১৯৮৬ বিশ্বকাপ জয়ী এই তারকার অস্ত্রোপচার সফল হয়েছে। ৩ অক্টোবর, মঙ্গলবার এই অস্ত্রোপচার করা হয়। ম্যারাডোনার চিকিৎসক লিওপোলডো লুক এই তথ্য জানান।

আরও পড়ুন -  Rekha: প্রায় আড়াই বছর না খেয়ে কাটাতে বাধ্য হতে হয়েছিলো রেখা -কে

জানা গেছে, গত সোমবার তাকে লা প্লাতার ইপেন্সা ক্লিনিকে ভর্তি করা হয়। পরে তাকে বুয়েন্স আয়ার্সের অলিভোস ক্লিনিকে নেয়া হয়। তার অসুস্থতার খবরে অনেক ভক্ত সেখানে ভিড় জমিয়েছিলেন। প্রথমে তার শরীরে রক্তশূন্যতা, পানিশূন্যতা ও অবসাদজনিত শারীরিক জটিলতাগুলো ছিলো। পরে মঙ্গলবার এমআরআই করালে তার মস্তিষ্কে রক্তক্ষরণ ধরা পড়ে।

আরও পড়ুন -  ৫ ক্রিকেটার T20 বিশ্বকাপে ভারতীয় স্কোয়াড থেকে হঠাৎ বাদ পড়তে পারেন, তালিকায় কারা

অস্ত্রোপচারের পর চিকিৎসক লিওপোলডো লুক বলেন, ম্যারাডোনার মস্তিষ্কে জমাট বাঁধা রক্তগুলো অপসারণ করা সম্ভব হয়েছে। তিনিও সার্জারিটা ভালোভাবে সহ্য করেছেন।

ম্যারাডোনার বর্তমান অবস্থা নিয়ে তিনি বলেন, তার অবস্থা এখন নিয়ন্ত্রণে। শরীরে কিছু জটিলতা আছে, যেগুলো কাল হয়তো পরীক্ষা করা হবে।

আরও পড়ুন -  রক্তদান শিবিরে জনসচেতনতাই বৃক্ষ প্রদান